রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন

বাগাদীতে হাজী লোকমান হোসেন স্কুলে বই বিতরণ

মেঘনার আলো ২৪ ডেস্ক / ৩৮৪ বার পঠিত
আপডেট : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ২:৫০ অপরাহ্ণ

 

 

চাঁদপুর সদরের বাগাদী চৌরাস্তায় চাঁদপুর জমিন টাওয়ারে অবস্থিত হাজী লোকমান হোসেন স্কুলে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি শাহাদাত হোসেন শান্ত। তিনি বলেন, বাংলাদেশে এখন বছরের প্রথম দিন বই উৎসব পালন করা হয়। যেমন কৃষক নবান্ন উৎসবে নতুন ধানের ঘ্রাণ নেয় তেমনি ছাত্র-ছাত্রীরাও বছরের প্রথম দিন নতুন বইয়ের ঘ্রাণ নেয়। সাংবাদিক রোকনুজ্জামান রোকন এই এলাকায় গরীব অসহায় ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিষ্ঠা করেছেন এই স্কুলটি। যারা স্কুল ড্রেস এমনকি বেতনও দিতে পারেনা সেই সকল ছাত্র-ছাত্রীরা পড়তে আসে এই স্কুলে। সাংবাদিক রোকন শুধু এই এলাকায় স্কুলই প্রতিষ্ঠা করেননি। তিনি এই এলাকার গরীব মানুষকে মাঝে মাঝে চক্ষু শিবির সহ বিভিন্ন স্বাস্থ‍্য সেবা দিয়ে আসছেন। এই সমাজে অনেক বড় বড় ধনী ব‍্যাক্তি রয়েছেন কিন্তু গরীবদের কথা ভাবেননা। সেই দিক থেকে সাংবাদিক রোকন অনেক এগিয়ে। তিনি আরো বলেন,আমি প্রথম মনে করেছিলাম এই স্কুলটি লাভজনক প্রতিষ্ঠান। কিন্তু আজ এসে জানতে পারলাম সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান। সাংবাদিক রোকন আসলেই অনেক বড় মনের মানুষ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এম এ লতিফ, বাগাদী আহমদিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ‍‍্যাপক পীরজাদা মাহফুজ উল‍্যাহ, দৈনিক ইলশেপাড় পত্রিকার সহকারী সম্পাদক মো. শওকত করিম।
উপস্থিত ছিলেন, সাংবাদিক মো. মনির হোসেন সহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর