শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটিতে সাহাজুদ্দিন মিজি রিয়াদ

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১২৬৯ বার পঠিত
আপডেট : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ৫:২২ অপরাহ্ণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটিতে সাহাজুদ্দিন মিজি রিয়াদ সদস্য পদে নির্বাচিত হয়েছে। অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. জহির উদ্দিন খসরু ও সদস্য সচিব মো. ওলিদ হোসেন বুধবার বিকালে এ কমিটি ঘোষণা করেন। এতে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক মো. কামাল হোসেনকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে। তিনি ভোরের কাগজে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন।এর আগে গত ১৮ মার্চ কলা ভবনের মুজিব মঞ্চে প্রথম পুনর্মিলনী ও সাধারণ সভায় মো. জহির উদ্দিন খসরুকে সভাপতি ও মো. ওলিদ হোসেনকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছিল এবং পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য তাদেরকে দায়িত্ব প্রদান করা হয়েছিল। এর ধারবাহিকতায় এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন-

সহ-সভাপতি কামরুল হাসান তালুকদার (৯৪-৯৫), রওশন জামির রানা (৯৫-৯৬), মো. মহি উদ্দিন (৯৩-৯৪) অ্যাড. আবিদ হোসেন (৯৩-৯৪), মো. এনামুল হক (৯৩-৯৪), মো. মিজানুর রহমান (৯৭-৯৮), আব্দুল কাদের মনির (৯৭-৯৮), এ বি এম আরিফ (৯৭-৯৮) অপূর্ব সাহা (৯৭-৯৮), শওকত হোসেন হিরু (৯৭ ৯৮), ফাহিম আহমেদ রাসেল (৯৭-৯৮) মনিরুজ্জামান পিন্টু (৯৮-৯৯) আমিনুল ইসলাম পলাশ (৯৮-৯৯) নাইম মো. বশির (৯৮-৯৯) আলতাফ হোসেন (৯৮-৯৯) তোফাজ্জল হোসেন তোফায়েল (৯৯-২০০০)।

যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আরিফুজ্জামান (২০০০-২০০১), রফিকুল ইসলাম শ্রাবণ (২০০৩-২০০৪) মফিজুল ইসলাম শিশির (২০০৪-২০০৫) জুয়েল আক্তার (২০০২-২০০৩) ওমর ফারুক মুন্না (৯৬-৯৭), তরিকুল ইসলাম (২০০৮ ২০০৯)।

সাংগঠনিক সম্পাদক নিয়াজুল ইসলাম খান (২০০৩-২০০৪) মনজুরুল ইসলাম মঞ্জু (২০০৪-২০০৫) মুশফিকুর রহমান (২০০৪-২০০৫), একরাম হোসেন মিলন (২০০৬-২০০৭) বকুল মুন্সী (২০০৭-২০০৮) নাদিম মাহমুদ (২০০৮-২০০৯)।

কোষাধক্ষ্য আতিকুজ্জামান জাহিদ (৯৫-৯৬)।

প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক (৯৮-৯৯), উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক রিপন খান (২০০০-২০০১)।

দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক (২০০৬-২০০৭), উপ দপ্তর সম্পাদক মু. আসাদুজ্জামান মোল্লা (২০০৭-২০০৮),

সাহিত্য সম্পাদক রাশেদুল হাসান রাশেদ (২০৮-২০০৯), উপ সাহিত্য সম্পাদক শফিকুল ইসলাম শফিক (২০১১-২০১২)।

সাংস্কৃতিক সম্পাদক হেদায়েত উল্লাহ তুর্কি (৯৭-৯৮), উপ সংস্কৃতিক সম্পাদক সুমন হোসেন রোহান (২০০৪-২০০৫)।

আন্তর্জাতিক সম্পাদক গিয়াস উদ্দিন রুবেল ভাট (৯৯-২০০০), উপ আন্তর্জাতিক সম্পাদক কামরুল ইসলাম সুমন (২০০৪-২০০৫)।

আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কাজী ফয়সাল (৯৩-৯৪) উপ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তিন্নি সেরনিয়াবাত (২০০০-২০০১)।

পরিবেশ বিষয়ক সম্পাদক স্বপন ভট্টাচার্য (৯৫-৯৬), উপ পরিবেশ বিষয়ক সম্পাদক আমিন সিকদার (২০১২-২০১৩)।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক আনোতোষ কুমার (২০০৩-২০০৪), উপ তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফখরুল ইসলাম শাহিদ (২০১২-২০১৩)।

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির (৯৬-৯৭) উপ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সুমন (২০০৪-২০০৫)।

সমাজ কল্যাণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান (২০০১-২০০২) উপ সমাজ কল্যাণ সম্পাদক মো. ওয়াহিদুল ইসলাম (২০০৩ ২০০৪)।

ধর্ম সম্পাদক সৈয়দ মো. সাইদুজ্জামান (৯৩-৯৪), উপ ধর্ম সম্পাদক গোপাল অধিকারী (২০০২-২০০৩)।

ত্রাণ সম্পাদক সাইদুর রহমান শ্রাবণ (৯৯-২০০০), উপ ত্রাণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ তুহিন (২০০৪-২০০৫)।

ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম (২০০৬-২০০৭)। উপ ক্রীড়া সম্পাদক মুসলিম মোবারক রিশাত (২০১০-২০১১)

অটিজম বিষয়ক সম্পাদক সালমা আক্তার তন্বী (৯৭-৯৮)। উপ অটিজম বিষয়ক সম্পাদক এ আর কাওসার (২০১২-২০১৩),

মহিলা বিষয়ক সম্পাদক রীণী আলম (৯৩-৯৪) মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিল্পী ইয়াসমিন (৯৬-৯৭)।

গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মিঠু (৯৯-২০০০), গণযোগাযোগ উন্নয়ন বিষয়ক সম্পাদক নাসির হোসেন (২০০০-২০০১)।

ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক শেখ শামসুন্নাহার লাকি (৯৯-২০০০), উপ ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক মো. নুরুজ্জামান আকাশ (২০০৩-২০০৪)।

কার্যনির্বাহী সদস্য আরিফ উল্লাহ সরকার (৯৩-৯৪), ফারুক হাসান পুলক (৯৩-৯৪), মো. তাজুল ইসলাম (৯৩-৯৪), মিনহাজ খন্দকার (৯৩-৯৪), মনির ইসলাম (৯৩-৯৪), মো. জাহিদুল ইসলাম জাহিদ (৯৩-৯৪), অ্যাডভোকেট সোহরাব হোসেন সোহেল (৯৫-৯৬), শামীম আল মাসুদ (৯৫-৯৬), সাইদুর রহমান রয়েল (৯৬-৯৭), হাবিবুর রহমান হাবিব (৯৬-৯৭), এম এ কাশেম (৯৭-৯৮), হারুন অর রশিদ (৯৯-২০০০), আব্দুল হক (৯৯-২০০০), রেজাউল করিম খোকন (৯২-২০০০), সাইফুল ইসলাম সোহেল (২০০০-২০০১), সজিবুল ইসলাম সজীব (২০০০-২০০১), সৈয়দ মো. আতিকুর রহমান (২০০০-২০০১), একেএম ফজলুল হক (২০০১-২০০২), অপূর্ব বিশ্বাস (২০০২-২০০৩), কামাল হোসেন (২০০২-২০০৩), মির্জা এমরান (২০০৩-২০০৪), তানভীর আহমেদ সিদ্দিকী (২০০৩-২০০৪), সাহাজ উদ্দিন মিয়াজী রিয়াদ (২০০৩-২০০৪), মাহফুজুল হক টুটুল (২০০৪-২০০৫), আমিনুল হক দানেশ (২০০৪-২০০৫) মো. এনামুল হক (২০০৫-২০০৬), মো. মশিউর রহমান (২০০৫-২০০৬), মেহেদী হাসান বাবু (২০০৬-২০০৭), সাইফুল হক তাজ (২০০৮-২০০৯) হিমেলুর রহমান হিমেল (২০০৮-২০০৯), আতিকুর রহমান অভি (২০০৯-২০১০), মোহাম্মদ মেহেদী হাসান (২০১৩-২০১৪), মাহবুব নয়ন (২০১৩-২০১৪), রবিউল ইসলাম রবি (২০১৫-২০১৬), আব্দুল বারেক (২০১৫-২০১৬), মো. ইব্রাহিম খলিল (৯৩-৯৪), শফিকুল ইসলাম (৯৩-৯৪), জহিরুল ইসলাম (২০১২-২০১৩), জুবায়ের আহমেদ (২০১২-২০১৩), ইব্রাহীম মুন্সি (২০১২-২০১৩) আশরাফুল ইসলাম আকাশ (২০১২-২০১৩)।

এছাড়া উপ প্রচার সম্পাদক মো. নুরুল হুদা (২০০৪-২০০৫), উপ ত্রাণ বিষয়ক সম্পাদক মো. হানিফ মিয়া (২০০৪-২০০৫) উপ ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক মো. এনামুল হক (২০১১-২০১২), উপ ধর্ম সম্পাদক মো. হাসান মোল্লা (২০১২-২০১৩)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর