রবিবার, ০৫ মে ২০২৪, ১২:০২ অপরাহ্ন

বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো মেজর হাফিজকে

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৯১ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৬:১৯ অপরাহ্ণ

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে ভারতে যাওয়ার পথে বাধা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে তিনি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ভারতের দিল্লিতে যেতে চেয়েছিলেন। ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধায় তিনি যেতে পারেননি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

শায়রুল কবির খান জানান, চিকিৎসার জন্য আজ দুপুরে দিল্লি যাওয়ার কথা ছিল মেজর (অব.) হাফিজ উদ্দিনের। আগামীকাল বুধবার দিল্লির ফরটিস হাসপাতালে অপারেশনের তারিখ ছিল তার।

তিনি আরও জানান, বিমানবন্দর ইমিগ্রেশন থেকে হাফিজ উদ্দিনকে ফেরত দেওয়া হয়েছে। তার লাগেজ বিমানে নেওয়া হয়েছিল। পরে লাগেজের জন্য অপেক্ষা করেন তিনি।

বিএনপির রাজনীতিতে বেশ কিছুদিন ধরে নিষ্ক্রিয় হাফিজ উদ্দিন আহমেদ। একপর্যায়ে গুঞ্জন ওঠে তিনি নতুন দল গঠন করে নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে গত ৮ নভেম্বর এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন বিএনপির এ ভাইস চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে তিনি জানান, নতুন রাজনৈতিক দল গঠন করছেন না। বিএনপি থেকেই অবসরে যেতে চান। এ সময় তিনি শারীরিকভাবে অসুস্থ ও বিদেশে চিকিৎসা প্রয়োজন বলেও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর