মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন

কক্সবাজার-ঢাকা রেলপথের নাটবল্টু খুলে নিয়েছে দুর্বৃত্তরা

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৯৪ বার পঠিত
আপডেট : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ৭:৫২ অপরাহ্ণ

কক্সবাজার-ঢাকা রেলপথে রাতের আধারে নাটবল্টু খুলে নিয়েছে দুর্বৃত্তরা। এতে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ট্রেন এক ঘণ্টা পর ছেড়েছে।

কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের কাহাতিয়াপাড়া এলাকায় শুক্রবার রাতের কোনো এক সময় নতুন রেলপথের নাটবল্টু খুলে নেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

এ রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরুর দ্বিতীয় দিনেই এমন ঘটনা ঘটলো। বিষয়টি শুধুই চুরি নাকি নাশকতার চেষ্টা, তা নিশ্চিত করতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে রামু নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মোস্তফা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

কক্সবাজার আইকনিক স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার মোহাম্মদ গোলাম রব্বানী জানান, আজ শনিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার রুটের রামু উপজেলার কাহাতিয়াপাড়ায় রেললাইনের বিটের নাটবল্টু খুলে ফেলার খবর পান। পরে বিষয়টি রেল অধিদপ্তরের সকল স্তরে অবহিত করেন। এরপর রেল প্রকৌশলীসহ নির্মাণকাজে নিয়োজিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বলেন, খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারাসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে রেললাইনের বিটের নাটবল্টু খুলে ফেলা অবস্থায় দেখতে পায়। এটি নিছক চুরি নাকি কোনও ধরনের নাশকতার চেষ্টা, তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ শুরু হয়েছে বলে জানান ওসি।

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধনের পর শুক্রবার (১ ডিসেম্বর) থেকে বাণিজ্যিকভাবে কক্সবাজার-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হয়। ট্রেন চালুর দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর