মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন

হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন গোলাম ফারুক মুরাদ

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১১৫ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৭:৩০ অপরাহ্ণ

মোহাম্মদ হাবীব উল্যাহ্

হাজীগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী (ভারপ্রাপ্ত) চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ গোলাম ফারুক মুরাদ। উপজেলা চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন স্বেচ্ছায় পদত্যাগ করায় মঙ্গলবার (২১ নভেম্বর) উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত একপত্রে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জানা যায, ব্যক্তিগত কারণ দেখিয়ে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে স্বেচ্ছায় গাজী মাঈনুদ্দিন পদত্যাগ করেন। তার পদত্যাগপত্রটি গ্রহণ এবং নতুন চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্যানেল চেয়ারম্যান-১ গোলাম ফারুক মুরাদকে উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করে স্থানীয় সরকার বিভাগ।

এ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর