সোমবার, ০৬ মে ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন

আমার কাছে ক্ষমতা বড় না, দেশের স্বার্থ বড়: প্রধানমন্ত্রী

মেঘনার আলো ২৪ ডেস্ক / ২৪৮ বার পঠিত
আপডেট : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩, ৪:৪৮ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে এই দৈন্যতায় অন্তত বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা ভোগে না। আমার কাছে ক্ষমতা বড় না।’ আজ রবিবার নবনির্মিত ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন ও সুধী সমাবেশের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত সবার কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, আজ একটাবার চিন্তা করে দেখেন সেদিন যদি আমি গ্যাস বিক্রিতে রাজি হতাম তাহলে কি আজ এত বড় সার কারখানা করতে পারতাম? কিন্তু খালেদা জিয়া রাজি হয়ে গিয়েছিল। আমার কাছে ক্ষমতা বড় না, দেশের স্বার্থ বড়।

 

শেখ হাসিনা বলেন, ‘কথা দিয়েছিলাম কৃষকদের সারের পেছনে ছুঁটতে হবে না। সার কৃষকদের ঘরে পৌঁছে যাবে। সার তারা নিজেরাই পাবে। যত কষ্টই হোক ২০০৯ সালে সরকার গঠনের পরে সারের কোন ঘাটতি হোক তা আমরা করতে দেইনি। ৯৬ সালে আমরা যখন সরকারে, তখন গবেষণা শুরু করি। এ জন্য বিশেষ বরাদ্দ দেই। গবেষণার ফসল হিসেবে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে।’ এর আগে নরসিংদী জেলার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানা এটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর