মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০২:০৭ অপরাহ্ন

দল ভারতে রেখে সাকিব হঠাৎ ঢাকায় কেন?

মেঘনার আলো ২৪ ডেস্ক / ৫২৪ বার পঠিত
আপডেট : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ৫:৫৯ অপরাহ্ণ

গত বিশ্বকাপে ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দেওয়া সাকিব আল হাসান এবার নিজের ছায়া হয়ে আছেন। দলও একের পর এক হারে বিপর্যস্ত। টাইগারদের আত্মবিশ্বাস নেমেছে তলানিতে। এমন সময়ে চমকে ওঠার মতো খবর। হঠাৎ দেশে ফিরেছেন টাইগারদের অধিনায়ক সাকিব আল হাসান। দেশে ফিরেই এসেছেন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।

বুধবার (২৫ অক্টোবর) সকালে ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান। এরপর দুপুরেই হাজির হয়েছেন মিরপুরের হোম অব ক্রিকেটে। সেখানে জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে ইনডোরে অনুশীলন করছেন সাকিব।

বিশ্বকাপটা মোটেই ভালো কাটছে না সাকিবের। এখন পর্যন্ত ৪ ম্যাচে ১৪ গড়ে মাত্র ৫৬ রান করেছেন তিনি । সর্বোচ্চ ৪০ রানের ইনিংসটি খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। বল হাতেও পারফরম্যান্স ঠিক সাকিবসুলভ নয়। ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে শিকার করেছেন ৬ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৩০ রানে ৩ উইকেটই সেরা। ভুগেছেন চোটেও। ভারতের বিপক্ষে ম্যাচটি খেলা হয়নি সাকিবের।

এমন পারফরম্যান্সের পরেই হয়ত তাই মনে পড়েছে পুরনো গুরুর কথা। তাই নিজেকে প্রস্তুত করতে শরণ নিয়েছেন গুরুর। ইনডোর স্টেডিয়ামে গুরু সালাউদ্দিনের কাছে নিজের ভুলত্রুটিগুলো নিয়ে করছেন কাজ।

জানা গেছে, আগামী ২৭ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। এর পরদিনই ইডেন গার্ডেনে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর