রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন

শাহরাস্তির সূচীপাড়া উওর ইউনিয়ন ভিডিপি দলপতি মনোয়ার হোসেন মানবিক কর্মকান্ড,আইন শৃংঙ্খলায় সহায়তা ও কৃষি মৎস্য চাষে দেখছেন সম্ভাবনাময় ভবিষৎ

মেঘনার আলো ২৪ ডেস্ক / ৭৪২ বার পঠিত
আপডেট : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩, ১১:১০ পূর্বাহ্ণ

 

নোমান হোসেন আখন্দ:

জনকল্যানমুখী সেবায়
প্রত্যয় নিয়ে সূচীপাড়া উওর ইউনিয়ন ভিডিপি দলপতি
মনোয়ার হোসেন দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা রক্ষায়
সহযোগী সদস্য হিসেবে নিবেদিত ভাবে হিসেবে
কাজ করে আসছেন। সে সাথে মানবিক ও সামাজিক
কর্মকান্ডে দলগতভাবে অসামান্যভাবে কাজ করে চলেছেন।
নিজের জীবন সুরক্ষা ও নিরাপওার কথা চিন্তা না করে পুলিশ
বাহিনীর সদস্যদের সহযোগী হিসেবে, মাদক উদ্ধার,
চোর,ডাকাত, তালিকাভুক্ত সন্ত্রাসীদের ধৃত, চোরাই
গাড়ি, সিএনজি, অটোরিক্স্রা উদ্ধার, জনগনের জানমালের
নিরাপওা সহায়তা করার কাজে সহায়তা আনসার বাহিনীর
একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে কাজ করে
আসছেন। রেললাইন নাশকতা ও উৎপাটন মামলায়
আইনশূংঙ্খলা বাহিনীকে সহায়তা, করোনা কালীন সময়ে
রোগীদের হাসপাতালে প্রেরণ, খাদ্য সামগ্রী বাড়ী
পৌছে দেয়া, দাফন কাফনে সহায়তা, করোনা সামগ্রী
বিতরণ, লিফলেট বিতরণ ও প্রচার কার্যক্রমে অংশগ্রহন।
চলতি ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টিতে দলগতভাবে
প্রচার কার্যক্রম ছিল চোখে পড়ার মত। পরিবারের সদস্যদের
অভাব অনটন ও সচ্ছলতার কথা চিন্তা করে বঙ্গবন্ধু কন্যা
দেশরতœ শেখ হাসিনা ঘোষিত এক টুকরো জমি ও
থাকবেনা অনাবাদি, সে লক্ষ্যে আনসার ও ভিডিপি উন্নয়ন
ব্যাংক শাহরাস্তি শাখা থেকে ২০২২-২০২৩ অর্থবৎসরে দুইলক্ষ
টাকা নিয়ে ৫টি মাছের ঘের, ১৫ শতক জমিতে উন্নত
জাতের সরিষা চাষ করে ৫২ কেজি সরিষা উৎপাদন, ৩০ শতক

জমিতে হাইব্রীড জাতের ভুট্রা আবাদ করে ৩৭ মন ফলন
উৎপাদন। ২৪ শতাংশ জমিতে উন্নত জাতের টমেটো চাষ,
৮০ শতক জমিতে উন্নত জাতের ইরি- বোরো চাষ করে ভালো
ফলন ঘরে তুলেছেন দেখছেন স্বাবলম্বী হওয়ার স্বপ্ন। তিনি
সরকারী খাস জমি ও রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির বনজ ও
ফলজ গাছের ছারা রোপন ও আনসার ভিডিপির সদস্যদের
মাঝে বিতরণ করেন। ২০২৩ সালে উপজেলা নির্বাহী
কর্মকর্তার কাছ থেকে ৫০টি কম্বল নিয়ে ভিডিপি
সদস্য/ সদস্যাদের মাঝে বিতরণ করেন। আনসার ও ভিডিপির
সদস্যদের আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক শাহরাস্তি
শাখার দীর্ঘ পনেরো বৎসরের খেলাপী ১০৬ জন সদস্যর কাছ
থেকে ১ কোটি ৭০ লক্ষ ২ হাজার টাকা আদায়ে সহায়তা
করেন। এছাড়া বিভাগীয় প্রশিক্ষনে লোক প্রেরণ ও স্থানীয়
জাতীয় নির্বাচনে আনসার ও ভিডিপির সদস্যদের লোক
প্রেরণে উল্লেখযোগ্য অবদান রাখছেন। রাষ্টীয় ও সামাজিক
নিরাপওায় জনকল্যানমুখী কর্মকান্ডের বিভিন্ন ক্ষেএে
অবদান রাখায় সম্প্রতি উপজেলা নির্বার্হী কর্মকর্তা
মোহাম্মদ হুমায়ুন রশিদ, শাহরাস্তি মডেল থানার অফিসার
ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা কৃষি
কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো:
তৌসিব উদ্দিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা
আয়েশা আক্তার, ভারপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা
তুলসী দেবনাথ, টিআই (প্রশিক্ষক) পিন্টু চন্দ্র দাস ও
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মো:
ইসমাঈল হোসেন তাকে বিভাগীয়ভাবে সন্মানীত করার
জন্য প্রসংশনীয় প্রত্যায়ন প্রদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর