সোমবার, ২০ মে ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন

হাজীগঞ্জে আ’লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরলেন ইঞ্জি. মোহাম্মদ হোসাইন

মেঘনার আলো ২৪ ডেস্ক / ২৪৮ বার পঠিত
আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ১১:২৯ পূর্বাহ্ণ

মোহাম্মদ হাবীব উল্যাহ্
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরলেন বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহা-পরিচালক (ডিজি), ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, ঢাকা সেন্টার এর চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, হাজীগঞ্জে কৃতি সন্তান ইঞ্জি. মোহাম্মদ হোসাইন।
মঙ্গলবার (৩ অক্টোবর ) বিকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ২ নং ওয়ার্ড, ধেররা গ্রামের লক্ষ্মী নারায়ন পূজামণ্ডপ প্রাঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি স্থানীয় জনসাধারণকে অবহিত করেন এবং উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে বঙ্গবন্ধুর কন্যাকে আবারো প্রধানমন্ত্রীর আসনে আসীন করার আহবান জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন, গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, কাজী নুরুর রহমান বেলাল, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ মৃধা, চাঁদপুর জেলা তাঁতী লীগের সাবেক সভাপতি, ইঞ্জি. মোখলেছুর রহমান, শাহরাস্তি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মকবুল চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি নূর মোহাম্মদ।
সভায় গর্ন্ধব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী অলি উল্লাহ, বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য হোসেন মীর, ইঞ্জি. নেছার পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফারুক আহমেদ, কাজী পায়েল, সদস্য সুমন মিয়াজী, হাজীগঞ্জ পৌর তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ নেতা কিরন মাষ্টারের সভাপতিত্বে ও পৌর ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নন্দু দুলাল দাসের সঞ্চালনায় সভায় হাজীগঞ্জ বাজার অষুধ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি, সুজন সরকার, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগ নেতা শাহাজালাল সরকার, ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ সম্পাদক অঞ্জন দাসসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয়রা ওই এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর