শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:০৬ পূর্বাহ্ন

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে হাজীগঞ্জে র‌্যালি, আলোচনা ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত

মেঘনার আলো ২৪ ডেস্ক / ৪৭৮ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০২ অপরাহ্ণ

 

মোহাম্মদ হাবীব উল্যাহ্

হাজীগঞ্জে পালিত হচ্ছে জাতীয় স্থানীয় সরকার দিবস। দিবসটি উপলে সোমবার (১৮ সেপ্টেম্বর) র‌্যালি, উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ দিন সকালে উপজেলা চত্ত্বর থেকে র‌্যালিটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভিন মিলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মাওলা নঈম, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান মজিব প্রমুখ।
উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. জাকির হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মেহেদী হাসান মানিক, প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া, প্রকৌশলী মো. রেজোয়ানুর রহমান, শিা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মাহবুব আফছার, মৎস্য কর্মকর্তা রাফিয়া আফরিন সহ অন্যান্য সরকারি কর্মকর্তা।
এসময় গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলন, হাটিলা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মজুমদার, বড়কুল পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন হেলাল, সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে অতিথিবৃন্দ জাতীয় স্থানীয় সরকার দিবস উপলে আয়োজিত উন্নয়ন মেলা পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর