শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন

শাহরাস্তির টামটা উত্তরে জাতীয় শোক দিবসে দোয়া ও মিলাদ 

মেঘনার আলো ২৪ ডেস্ক / ৩৩৯ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ৬:২৩ অপরাহ্ণ

 

বাঙালী জাতি যতদিন থাকবে, বঙ্গবন্ধু তার পরিবারের নাম স্বরনীয় হয়ে থাকবে….. প্রকৌশলী মোহাম্মদ হোসাইন 
নোমান হোসেন আখন্দ : চাঁদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা, আন্তজাতিক জ্বালানী বিশেষজ্ঞ পাওয়ার সেলের ডিজি প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বলেছেন,১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নারকীয় হত্যাকান্ডের পর ওরা ভেবে ছিল এদেশকে পাকিস্তান – আফগানিস্তান বানিয়ে লুটের রাজত্ব কায়েম করবে। সে স্বপ্নকে ভূলন্ঠিত করে  বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তারা পথভ্রষ্ট হয়েছে। তারা ছেয়েছিল বাঙালী জাতিসও্বা থেকে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নাম মুছে ফেলবে। তিনি বলেন, বাঙালী জাতি যতদিন থাকবে, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নাম স্বরনীয় হয়ে থাকবে। গত ১৫ ই আগষ্ট মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষে শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়ন আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথা গুলো বলেন। আওয়ামিলীগ নেতা আলমগীর কবির পলাশের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাএলীগের সাবেক সদস্য মোহাম্মদ হোসাইন মীরের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু। এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, মোঃ বিল্লাল হোসেন তুষার, সাবেক উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন, সহ- সম্পাদক শাহাদাৎ হোসেন সাধু, টামটা দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জহিরুল আলম মানিক, আওয়ামিলীগ নেতা মকবুল হোসেন চৌধুরী, মহসিন পাটোয়ারী, হুমায়ুন কবির হিরো, মনিরুজ্জামান শান্ত, ইউনিয়ন আওয়ামিলীগ নেতা ডা: কামাল হোসেন,  সাবেক উপজেলা ছাএলীগ যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রকি,   চাঁদপুর জেলা জেলা ছাএলীগের সহ- সভাপতি ইস্কান্দার মির্জা সুমন, ছাএলীগ নেতা আলমগীর হায়দার, মাজহারুল ইসলাম বাবলা, সৌহরাভ হোসেন সৌরভ প্রমুখ। আলোচনা সভা শেষে বাদ মাগরিব বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া  মোনাজাত ও উন্নত মানের খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর