বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:০৫ অপরাহ্ন

২ মাস বন্ধ থাকবে চাঁদপুর-শরীয়তপুর সড়ক

মেঘনার আলো ২৪ ডেস্ক / ৭০৯ বার পঠিত
আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৮:০৭ অপরাহ্ণ

 

সংস্কার কাজের জন্য শরীয়তপুর-চাঁদপুর সড়কে দুই মাস পণ্যবাহী ট্রাক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলার সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুর সওজের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সওজ’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সদর উপজেলার বুড়িরহাট বাজারের একটি অংশ ও ভেদরগঞ্জ উপজেলা সদরের একটি অংশ সংস্কারের জন্য ১৫ আগস্ট থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সড়কটি দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে হালকা যানবাহন ও যাত্রীবাহী বাস বিকল্প রুট হিসেবে বুড়িরহাট-ডামুড্যা ও ডামুড্যা-নারায়ণপুর সড়ক ব্যবহার করে চলাচল করতে পারবে।

শরীয়তপুর সওজের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান জানান, চাঁদপুর-শরীয়তপুর সড়কের দুটি স্থানে সংস্কার কাজ করা হচ্ছে। ওই অংশটি চলমান চার লেন প্রকল্পের বাইরে থাকায় আলাদাভাবে আরসিসি ঢালাই দিয়ে সংস্কার করা হচ্ছে। এ কারণে সেখানে যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়ে শরীয়তপুরের জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বলেন,  সড়কটি সংস্কারের স্বার্থে এটুকু দুর্ভোগ সবাইকেই মেনে নিতে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর