শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:৫৯ পূর্বাহ্ন

শাহরাস্তির মেহার উত্তর ইউনিয়ন আওয়ামিলীগের উদ্যেগে যথাযোগ্য মর্যাদায় ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন।

মেঘনার আলো ২৪ ডেস্ক / ৪১ বার পঠিত
আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৬:৩৯ অপরাহ্ণ

নোমান হোসেন আখন্দ :
শাহরাস্তি উপজেলার মেহার উত্তর ইউনিয়ন আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে যথাযোগ্য মর্যাদায় ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ ই আগষ্ট মঙ্গলবার বিকাল ৫ টায় কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহার উত্তর ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার আবদুর রশিদ পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা: মাহবুব আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে সংযুক্ত হন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। এ সময়  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবি ও আওয়ামিলীগ নেতা এড: মো: শাহআলম, আওয়ামিলীগ নেতা শামসুল আলম তালুকদার, সোহেল পাটোয়ারী, বিল্লাল হোসেন, মনির হোসেন মেম্বার, সাবেক উপজেলা ছাএলীগ সভাপতি মোঃ ইমদাদুল হক মিলন,তাতীলীগ নেতা মো: কামরুজ্জামান প্রমুখ। সভায় উপজেলা আওয়ামীলীগের, ইউনিয়ন আওয়ামিলীগ, যুবলীগ, ছাএলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  আলোচনা সভায় বক্তাগন  বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উল্লেখযোগ্য দিক নিয়ে আলোকপাত করেন। সে সাথে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মম হত্যাকান্ডের সাথে জড়িত পলাতক আসামীদের আটক করে দ্রুত ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত উন্নত মানের খাবার বিতরণ করা হয়।
ক্যাপশন: শাহরাস্তির মেহার উত্তর ইউনিয়ন আওয়ামিলীগের উদ্যোগে ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য মেহার উত্তর ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি মোঃ আবদুর রশিদ পাটোয়ারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর