বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন

শাহরাস্তিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্নাঢ্য রালী ও আলোচনা সভা। 

মেঘনার আলো ২৪ ডেস্ক / ৪৩৯ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৯:০৬ অপরাহ্ণ

 

নোমান হোসেন আখন্দ :
নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ, এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রালী আলোচনা সভা সম্পন্ন হয়েছে।  ২৫ জুলাই মঙ্গলবার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে এক  বর্ণাঢ্য রালী বের হয়। রালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্স বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেপালী,পৌর মেয়র হাজী আবদুল লতিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, কামরুন নাহার কাজল। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দীন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহমেদ, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান ডা: আবদুর রাজ্জাক, মেহার দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রুহুল আমিন প্রমুখ। সভায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে  ৩ টি ক্যাটাগরীতে ৩ জন মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়। তারা হলেন মাছের রেনু পোণা উৎপাদনে সুভাষ চন্দ্র বর্মন, মনোসেক্স তেলাপিয়া ও কার্প জাতীয় মাছ উৎপাদনে মো: হুমায়ুন কবির, আধুনিক পদ্ধতিতে মাছ চাষে মোঃ জামাল হোসেন। এছাড়াও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলার সাহাপুর কাছারী বাড়ী সরকারি জলাশয়ে মাছের রেনু অবমুক্ত করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর