শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ন

শাহরাস্তিতে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ আটক তিন 

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১১৭ বার পঠিত
আপডেট : শনিবার, ১৭ জুন, ২০২৩, ১২:২৬ অপরাহ্ণ

নোমান হোসেন আখন্দ, প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)ঃ
চাঁদপুরের শাহরাস্তিতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৬ জুন) ভোররাতে উপজেলার ওয়ারুক বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিওিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবু তাহের ও সঙ্গীয় ফোর্স উপজেলার ওয়ারুক রেল ক্রসিংয়ের সামনে একটি ডাকাতদল সমবেত হওয়ার  সংবাদে সেখানে পুলিশ  অভিযান চালায়।
ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের ৮/১০ জন সদস্য গাড়ি থেকে লাফিয়ে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ তাদের ধাওয়া করে ৩ জনকে ধরতে সক্ষম হয়। এ সময় ১টি পিকআপ, ২ টি চাকু, ১ টি তালা ভাঙার যন্ত্র, টর্চ লাইট, হেক্স ব্লেড, কয়েক সেট জামাকাপড় ও মুখোশ জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, আব্দুল রহমান মাঝি (৪৫), মোঃ নাজমুল (২২) ও আনোয়ার হোসেন ফারুক (৩৮)। তারা সকলে চাঁদপুর সদর এলাকার বাসিন্দা।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, তারা ডাকাত দলের  একটি সংঘবদ্ধ চক্র। এদের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি সহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায়  মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর