বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:১৭ অপরাহ্ন

চ্যাম্পিয়নস লিগের শিরোপা ম্যানচেস্টার সিটির হাতে

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১১ বার পঠিত
আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩, ১:০৪ অপরাহ্ণ

ঝাঁজহীন প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও খেলা চলছিল ঢিমেতালে। কিছুতেই গোল হচ্ছিল না। বলা ভালো কোনো দলই মরিয়া হয়ে গোলের চেষ্টাই করছিল না। অবশেষে সিটি ভক্তদের আনন্দে ভাসালেন রদ্রি। ৬৮ মিনিটে একটা সংঘবদ্ধ আক্রমণে বল পেয়ে দারুণ শটে গোল করলেন সিটির স্প্যানিশ এই মিডফিল্ডার। পরমুহূর্তেই যদিও সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল ইন্টার মিলান। শেষ পর্যন্ত রদ্রির জয়সূচক গোলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি।

সাম্প্রতিক সময়ে বেশ উড়ছে পেপ গার্দিওলার ইংলিশ চ্যাম্পিয়ন দলটি। প্রতিযোগিতাপূর্ণ প্রিমিয়ার লিগে তারা সব ক্লাবকে হারিয়ে শিরোপা জিতেছে। বলতে গেলে এই টাইটেলকে তারা পরিণত করে ফেলেছে ডালভাতে! ছয় মৌসুমের মধ্যে পাঁচবারই ট্রফি উঁচিয়ে ধরেছে ম্যানচেস্টারের ক্লাবটি। এবারও লিগ শিরোপার পর তারা নগর প্রতিদ্বন্দ্বী ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপে চ্যাম্পিয়ন হয়েছে। এবার ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জিতে ইউনাইটেডের পর দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবলের রেকর্ড সিটির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর