শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:৩০ অপরাহ্ন

ফরিদগঞ্জে নকল পণ্য বিক্রির অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১২৮ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৮:০০ অপরাহ্ণ

 

মামুন হোসাইনঃ

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ফরিদগঞ্জে নকল পণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (২১ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। জানা গেছে, বহুজাতিক কোম্পানী ‘বনফুল’ কোম্পানীর প্রায় হবহু কোম্পানীর নাম ও ডিজাইন ব্যবহার করা সেমাই বিক্রি করার কারণে ফরিদগঞ্জ উপজেলা সদরের মুদি ব্যবসায়ী মোফাজ্জ্বল স্টোর, শহীদ স্টোর, লোকনাথ স্টোর ও খলিল স্টোরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন। এসময় বিপুল পরিমান ‘বর্ণফুল’ নামের সেমাই জব্দ করা হয়। এসময় বিএসটিআই’র কুমিল্লা অঞ্চলের ইন্সপেক্টর আবু শিহাব মো: ইমতিয়াজ, ফিল্ড অফিসার তাওহিদ আল আমিন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর