শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন

ফরিদগঞ্জ ভূমি ও গৃহহীন মুক্ত হচ্ছে ২২ মার্চ; নতুন ঘর পাচ্ছে ৩১ পরিবার

মেঘনার আলো ২৪ ডেস্ক / ৯৬ বার পঠিত
আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৯:২২ অপরাহ্ণ

 মামুন হোসাইনঃ

আগামী (২২মার্চ) বুধবার ফরিদগঞ্জ উপজেলাকে ‘ক’ ক্যাটাগরির ভুমিহীন মুক্ত ঘোষণা করা হচ্ছে। সোমবার (২০ মার্চ) সকালে এক প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসলিমুন নেছা। তিনি জানান, মুজিববর্ষ উপলক্ষে সরকার গৃহহীন ও ভুমিহীনদের তালিকা তৈরি করে জমি ও ঘর তৈরির উদ্যোগ নেয়। সেই অনুযায়ী ফরিদগঞ্জে ১ম পর্যায়ে ২০টি, তৃতীয় পর্যায়ে ৫টি এবং চতুর্থ পর্যায়ে ৩১টিসহ মোট ৫৬জন ভুমিহীন ও গৃহহীন পরিবারকে সেমিপাকা ঘর তৈরি করে দেয়া হচ্ছে। এর মাধ্যমে ফরিদগঞ্জ উপজেলা ‘ক’ ক্যাটাগরি অনুযায়ী ভুমিহীণ মুক্ত হতে যাচ্ছে। ২২মার্চ বুধবার মাননীয় প্রধানমন্ত্রী চতুর্থ পর্যায়ের ঘর উদ্বোধন করবেন। একই সাথে তিনি এই উপজেলাকে ভুমিহীন মুক্ত ঘোষনা করবেন। ঐদিন তিনি আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৩১টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিলসহ ঘর প্রদান উৎসবের উদ্বোধন করবেন। প্রেসবিফ্রিং এ উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তীসহ অন্যান্য গণমাধ্যমকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর