শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:১৮ পূর্বাহ্ন

মতলব দক্ষিণে অবৈধ ৮ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা

মেঘনার আলো ২৪ ডেস্ক / ৮০ বার পঠিত
আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২, ৭:২৫ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব দক্ষিণে উপজেলা স্বাস্থ বিভাগ ৮টি ডায়গনস্টিক সেন্টারের বৈধ কাগজপত্র না থাকায় বন্ধ ঘোষণা করেছে।

রবিবার (২৯ মে) স্ব স্ব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বরাবর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন স্বাক্ষরিত বন্ধের আদেশকৃত পত্র প্রেরণ করেছেন।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে : ডিজিটাল ল্যাব এন্ড ইমাজিং সেন্টার (নারায়ণপুর বাজার), ইনসাফ কম্পিউটারইজড ডায়গনস্টিক সেন্টার (নায়েরগাঁও বাজার), নুসরাত হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়গনস্টিক সেন্টার (নায়েরগাঁও বাজার), গ্রীন লাইফ জেনারেল হাসপাতাল প্রাঃ এন্ড ডিজিটাল ডায়গনস্টিক সেন্টার (নারায়নপুর বাজার), ম্যাস্ক ভিআইপি হাসপাতাল প্রাঃ এন্ড ডায়াগনস্টিক সেন্টার (নারায়ণপুর বাজার), পপুলার ডিজিটাল ডায়গনস্টিক সেন্টার (নারায়ণপুর বাজার), গীতা ইউনিক প্যাথলজি (নারায়ণপুর বাজার) ও নায়েরগাঁও পৃথীবি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন গনমাধ্যমকে বলেন, মতলব দক্ষিণের ৮টি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত তাদের স্বাস্থ্য সেবা কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর