শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন

ফরিদগঞ্জে বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্ধোধন করবেন সংসদ সদস্য শফিকুর রহমান

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৮৪ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১০ মে, ২০২২, ১১:১৩ অপরাহ্ণ

 

 

 

মামুন হোসাইনঃ

ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় আগামী ১১ মে থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, (অনুর্ধ্ব-১৭) ফরিদগঞ্জ উপজেলা ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত টুর্নামেন্ট শুভ উদ্ধোধন করবেন মাননীয় সংসদ সদস্য সাংবাদিক শফিকুর রহমান।তাসলিমুন নেছার  সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্হিত থাকবেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোওয়ারী, উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমানসহ বিভিন্ন  ইউনিয়নের চেয়ারম্যান,সচিব,রাজনীতিবীদ ও ক্রীড়াপ্রেমী।উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করবেন ফরিদগঞ্জ পৌরসভা একাদশ বনাম ১৫নং রুপসা উত্তর ইউনিয়ন একাদশ। উল্লেখ্য গত রবিবার (৮ মে) ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার এক সভায় টুর্নামেন্টকে সফল করার জন্য এক সভায় সিদ্ধান্ত হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা তাসলিমুন নেছা’র সভাপতিত্বে টুর্নামেন্ট সংক্রান্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবগণ। সভা শেষে লটারীর মাধ্যমে খেলার ছক নির্ধারণ করা হয়। খেলাগুলো হবে নকআউট পদ্ধতিতে। নিম্নে খেলার ছক: ১১ মে বিকাল ৩টায় উদ্বোধনী ম্যাচ ফরিদগঞ্জ পৌরসভা একাদশ বনাম ১৫নং রুপসা উত্তর ইউনিয়ন। ১২ মে ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন একাদশ বনাম ৫নং গুপ্টি ইউনিয়ন একাদশ। ১২ মে ৮নং পাইকপাড়া ইউনিয়ন একাদশ বনাম ৭নং পাইকপাড়া ইউনিয়ন একাদশ ১৩ মে ১০নং গোবিন্দপুর ইউনিয়ন একাদশ বনাম ১৬নং রুপসা দক্ষিণ ইউনিয়ন একাদশ। ১৩মে ৪নং সুবিদপুর ইউনিয়ন একাদশ বনাম ৬নং গুপ্টি ইউনিয়ন একাদশ।১৪ মে সকাল বেলায় ৩নং সুবিদপুর ইউনিয়ন একাদশ বনাম ১নং বালিথুবা ইউনিয়ন একাদশ। ১৪ মে ১১নং চরদুখিঃয়া ইউনিয়ন একাদশ বনাম ৯নং গোবিন্দপুর ইউনিয়ন একাদশ। ১৪ মে ১২নং চরদুখিঃয়া ইউনিয়ন একাদশ বনাম ২নং বালিথুবা ইউনিয়ন একাদশ ১৫ ও ১৭ মে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল, ১৮ মে সেমিফাইনাল এবং ২০ মে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলাগুলো ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর