শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:২৮ অপরাহ্ন

ফরিদগঞ্জে বর্নাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৭২ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ৪:৫১ অপরাহ্ণ

 

 

এ,এস লিটন
পহেলা বৈশাখ ১৪২৯, নতুন বছরে বাঙালীর আপন সংস্কৃতির আবহে বাংলা বর্ষবরণে আনন্দে মেতে উঠেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাবাসী। আবহমান বাংলা ও বাঙালির চিরায়ত উৎসব পহেলা বৈশাখকে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। বর্ণিল আয়োজন আর প্রাণের উচ্ছ¡াসে যেন নিজেকেই হারিয়ে ফেলেন উৎসব-আনন্দে নারী-পুরুষ, ছাত্র-ছাত্রী, শিশু-কিশোর, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় দায়িত্বরত সাংবাদিক, সরকারী কর্মকর্তা, রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণীরাসহ সর্বস্তরের মানুষ।
দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে মিলিত হয়। এসময় শতফুল খেলাঘর আসরের প্রাণবন্ত পরিচালনায় উপস্থিতিরা বাঙালী জাতির ঐতিহ্য দেশীয় বিভিন্ন নাট্য ও গান উপভোগ করেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শিউলী হরি’র সভাপতিত্বে বর্ষবরণের অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, পুলিশ পরিদর্শক তদন্ত প্রদীপ মন্ডল, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারী কলেজের অধ্যক্ষ কুন্তল কৃষ্ণনাথ, প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ফরিদগঞ্জ এ.আর পাইলট সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম মিয়া, শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদ উল্যাহ তপদার,উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা রাজিয়া দিপু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর