রবিবার, ১৯ মে ২০২৪, ০১:৫২ অপরাহ্ন

মাদকের বিরুদ্ধে সরব বাবা-ছেলে ১৯ হাজার পিস ইয়াবাসহ ধরা

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১১৫ বার পঠিত
আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ১২:২৬ অপরাহ্ণ

মাদক ও মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদে সরব ছিলেন আজিজুল হাকিম ও তার পরিবার। বিভিন্ন সভা-সমাবেশ, সেমিনার, র‌্যালি ও মানববন্ধনে মাদকের বিরুদ্ধে বক্তব্য দিয়ে কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ চাইতেন। সেই প্রতিবাদী ইউপি সদস্য আজিজুল হাকিম ও তার ছেলে রহমত উল্লাহকে ১৯ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে র‌্যাব।

আজিজুল হাকিম সাহারবিল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য।

জানা গেছে, শুক্রবার (০৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে র‌্যাব-১৫ এর একটি অভিযানিক দল চকরিয়ার সাহারবিল ইউনিয়নের ১২নং ওয়ার্ডের উমখালী রামপুর এলাকায় অভিযান চালিয়ে আজিজুল হাকিম ও তার ছেলে রহমত উল্লাহকে আটক করে। এ সময় তার বাড়ি থেকে ১৯ হাজার পিস ইয়াবা, দুটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাবা-ছেলেকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর