শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন

পাইকারির তরমুজ খুচরায় গিয়ে ‘সোনার হরিণ’

মেঘনার আলো ২৪ ডেস্ক / ৯৮ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ১১:১৬ অপরাহ্ণ

 

মামুন হোসাইনঃ

চৈত্রের খররোদ্রে তৃষ্ণা মেটায় মৌসুমী রসালো ফল। তরমুজ ফলটি রসালো ফলের মধ্যে একটি। মৌসুমের শুরুতেই ফরিদগঞ্জ বাজারে তরমুজ ফলের বাজারজাত শুরু হয়েছে। তবে তরমুজের বাজারে শুরুতেই আগুন। আগুনের মতো দাউ দাউ করে বাড়ছে তরমুজের দাম। খুচরায় গিয়ে হয়ে যায় তরমুজের দাম সোনার হরিণ। ৭ এপ্রিল বৃহস্পতিবার ফরিদগঞ্জ বাজারের তরমুজের আড়ৎ গুলোতে ঘুরে দেখা যায় অন্যান্য বছরের তুলনায় এবছর অধিক হারে বেড়েছে তরমুজের দাম। প্রতি পিচ তরমুজ পাইকারি বিক্রয় করা হচ্ছে ৩’শ ৫০ টাকা থেকে শুরু করে ৪’শ টাকা, ৫শ টাকা দামে। ফরিদগঞ্জ বাজারগুলোতে ভরপুর পাওয়া যাচ্ছে রসালো মৌসুমী ফল তরমুজ। তবে মৌসুমের শুরুতেই বেশ চড়া দামে বিক্রয় করা হচ্ছে তরমুজ।ফরিদগঞ্জ খুচরা ব্যবসায়ী সালাউদ্দিন বলেন তরমুজের চড়া দাম হওয়ায় তিন চারদিন বাজার ঘুরেও কিনতে পারছেনা তরমুজ। বাজারে এখন ভালো মানের তরমুজ আসছে। এই তরমুজ পাকা হওয়ায় বেশি মিষ্টি ও লাল। তবে পাইকারিতে দাম বেশি হওয়ার কারণে খুচরা বিক্রিতেও দাম বেশি। তবে আড়ৎদার সাইদ বলেন অন্যান্য জায়গার তুলনায় ফরিদগঞ্জ কম দামে বিক্রয় করা হচ্ছে তরমুজ। তবে ফরিদগঞ্জে রপ্তানি – আমদানি বেশি হওয়ায় দামটাও একটু বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর