শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ন

বিশ্বকাপে কবে নামবেন মেসি-রোনাল্ডো-নেইমাররা, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

মেঘনার আলো ২৪ ডেস্ক / ৭৭২ বার পঠিত
আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২, ১২:০০ অপরাহ্ণ

শুক্রবার রাতেই ঘোষণা হয়ে গিয়েছে কাতার ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিভাজন এবং সূচি। ড্র দেখে কারও মুখে হাসি, কেউ বা একটু চিন্তায়।

গ্রুপ ‘এ’ রয়েছে আয়োজক দেশ কাতার। তাদের সঙ্গে রয়েছে ইকুয়েডর, সেনেগাল এবং নেদারল্যান্ডস।

গ্রুপ ‘বি’ রয়েছে গত বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা ইংল্যান্ড। তারা খেলবে ইরান, আমেরিকা এবং ইউরোপের একটি যোগ্যতা অর্জনকারী দলের বিরুদ্ধে।

দু’বারের বিশ্বজয়ী এবং লিয়োনেল মেসির আর্জেন্টিনা রয়েছে গ্রুপ ‘সি’ তে। তাদের সঙ্গে রয়েছে সৌদি আরব, মেক্সিকো এবং পোল্যান্ড।

গত বারের বিজয়ী ফ্রান্স রয়েছে গ্রুপ ‘ডি’ তে। তাদের সঙ্গে রয়েছে ডেনমার্ক, টিউনিশিয়া এবং আন্তঃমহাদেশ থেকে যোগ্যতা অর্জনকারী দল

গ্রুপ ‘ই’ কেই বলা হচ্ছে ‘মারণ গ্রুপ’। ২০১০-এর বিশ্বকাপজয়ী স্পেনের সঙ্গে এই গ্রুপে রয়েছে চার বারের বিশ্বজয়ী জার্মানি, জাপান এবং আন্তঃমহাদেশ থেকে যোগ্যতা অর্জনকারী দল।

গ্রুপ ‘এফ’ গত বারের রানার্স-আপ ক্রোয়েশিয়া রয়েছে। তাদের সঙ্গে রয়েছে বেলজিয়াম, কানাডা এবং মরক্কো।

পাঁচ বারের বিশ্বজয়ী ব্রাজিল রয়েছে গ্রুপ ‘জি’ তে। তাদের প্রতিপক্ষ সার্বিয়া, সুইৎজারল্যান্ড এবং ক্যামেরুন।

গ্রুপ ‘এইচ’ এ রয়েছে দু’বারের বিশ্বজয়ী উরুগুয়ে। তারা খেলবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল, ঘানা এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে।

 

গ্রুপ পর্ব শেষ হওয়ার পর দিন থেকেই শুরু হয়ে যাচ্ছে প্রি-কোয়ার্টার ফাইনাল। চার দিন ধরে চলবে।

কোয়ার্টার ফাইনাল হবে ৯ এবং ১০ ডিসেম্বর। দিনে দু’টি করে ম্যাচ। একটি রাত ৮.৩০ টায় এবং অপরটি রাত ১২.৩০ টায়।

সেমিফাইনালের খেলা হবে ১৩ এবং ১৪ ডিসেম্বর।

এ বারের বিশ্বকাপে রয়েছে তৃতীয় স্থানের খেলাও। সেটি হবে ফাইনালের আগের দিন।

দোহার লুসাইল স্টেডিয়ামে ১৮ ডিসেম্বর ফাইনাল দিয়ে বিশ্বকাপের যবনিকা পতন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর