শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:২৯ অপরাহ্ন

ফরিদগঞ্জে ঘর নির্মানে বাধা

মেঘনার আলো ২৪ ডেস্ক / ৯৭ বার পঠিত
আপডেট : বুধবার, ১৬ মার্চ, ২০২২, ৮:৫৭ অপরাহ্ণ

 

 

ফরিদগঞ্জ ব্যুরোঃ

চাঁদপুর ফরিদগঞ্জের ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন ১ নং ওয়ার্ডের সাইসাঙ্গা গ্রামে ঘর নির্মানে বাধা দিয়ে জোর পূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ। জানাযায়, সাইসাঙ্গা গ্রামের ০১ নং ওয়ার্ডের সর্দার বাড়ির মৃত মোঃ সিরাজ সর্দারের ছেলে মোঃ খোরশেদ আলম সর্দারের পৈত্রিক সম্পদ যাহা ৫০,১২২,১২২,৫৭,১৭ খতিয়ানে ১২১ সি,এস খতিয়ান দলীল মুলে বর্তমানে দখলে রয়েছেন। খোরশেদ আলম সর্দার বসতঘর পূর্ণ নির্মান করতে গেলে একই বাড়ির মিজানুর রহমান( বাবলু) ও আবুল কালাম সর্দার, মাহাবুবুর রহমান পিন্টু গং মিলে জোরপূর্বকভাবে জমি দখলের চেষ্টা ও বসতঘর নির্মানে বাধা দেন। এইবিষয়ে খোরশেদ আলম সর্দার জানান,আমার পৈত্রিক সম্পত্তিতে বসতঘর নির্মানের সময়ে মিজানুর রহমান বাবলু গং মিলে বাধা দিয়ে সম্পদ দখলের পায় তারা করে আসছে।বর্তমানে আমি আমার পরিবার নিয়ে কষ্টে দিন পার করি।খোরশেদ আলম আরো জানান,এই সকল জমি- জামা নিয়ে মহামান্য আদালত ২টি মামলা করেন। আমাদের কাগজপত্র সঠিক থাকায় আদালত উভয় মামলার রায় আমাদের অনুকূলে প্রদান করেন। বর্তমানে আমার ঘর নির্মানের সামগ্রী ইট,বালু সিমেন্টসহ লক্ষাধিক টাকার মালামাল নষ্ট হচ্ছে। এইদিকে খোরশেদ আলম সর্দারের বসতঘর নির্মান না করায় শিশু সন্তান – পরিবার মিলে খোলা আকাশের নিচে মানবতার জীবন যাপন করেন। এইবিষয়ে মিজানুর রহমান বাবলু জানান,আমি এই সম্পত্তির মালিক তাই ঘর করতে বাধাঁ দেই। এইবিষয়ে ফরিদগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান,অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর