শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন

শাহরাস্তিতে ৫০তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরী ক্রীড়া প্রতিযোগীতার পুরুস্কার বিতরণ

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৪৫ বার পঠিত
আপডেট : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৫৮ অপরাহ্ণ

 

নোমান হোসেন আখন্দ:

শাহরাস্তিতে ৫০ তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরী ক্রীড়ার বিজয়ীদের পুরুস্কার বিতরন করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারী সোমবার বিকাল ৩টায় নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেপালীর সভাপতিত্বে ও নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উওম এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন নাহার কাজল, ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আহসান উল্ল্যাহ চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা একাডেমীক সুপারভাইজার সোহেল রানা তালুকদার, সার্বিক তত্বাবধায়ন ও সার্বিক সহযোগিতায় ছিলেন নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজাদ হোসেন, বলশিদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথ, রাগৈ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন, চিতোষী আরএন্ডএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শতাধিক শিক্ষাথীকে পুরুস্কার প্রদান করা হয়। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগন, শিক্ষক, শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর