শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন

নিরাপদে পোল্যান্ড ও রোমানিয়ায় পৌঁছেছেন ২০০ বাংলাদেশি

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১০০ বার পঠিত
আপডেট : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ২:২৮ অপরাহ্ণ

ইউক্রেন থেকে প্রায় ২০০ বাংলাদেশি নাগরিক পোল্যান্ড ও রোমানিয়ায় প্রবেশ করেছেন। শনিবার রাতে (২৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশি নাগরিকদের ইউক্রেনের সীমান্তবর্তী পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও মলদোভায় যেতে সহায়তা করার জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

তিনি বলেন, “আমরা প্রায় ৭০০ জন বাংলাদেশি নাগরিকের সঙ্গে যোগাযোগ করছি। ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের একটি দল পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ডে প্রবেশে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের সহায়তা করতে কাজ করছে।”

শনিবার জাতিসংঘের শরণার্থী সংস্থার বরাত দিয়ে এপি জানিয়েছে, রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষিতে প্রায় এক লাখ ২০ হাজার মানুষ এখন পর্যন্ত ইউক্রেন ছেড়ে পোল্যান্ড ও অন্য প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর