বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন

লিখিত অভিযোগের পরও বন্ধ হচ্ছে না ফরিদগঞ্জে অবৈধ ড্রেজার

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৫৭ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৪৭ অপরাহ্ণ

ফরিদগঞ্জ ব্যুরোঃ

ডাকাতিয়া নদী থেকে দিনে রাতে চলছে অবৈধ ড্রেজার -বসত বাড়ি ব্যাপক ক্ষতির আশঙ্কা । ফরিদগঞ্জ ১১ নং ইউনিয়ন, একলাশপুরে গ্রামে ডাকাতিয়া নদী থেকে বালি উত্তোলন করে ক্ষমতাশীল নেতারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে হাজী বাড়ি সংলগ্ন ডাকাতিয়া নদী থেকে বড় ১টি ড্রেজার মিশিন লাগিয়ে প্রায় ৫ লক্ষ টাকার বালি উত্তোলন করছে প্রভাবশালী নেতারা।সরজমিনে গিয়ে দেখা যায় ডাকাতিয়া নদী থেকে এই বালু উত্তোলন করছেন ইউছুপ নামের এক ব্যক্তি। ক্ষোভ প্রকাশ করে ডাকাতিয়া নদীর পাড়ের বসবাস কারি মহিউদ্দিন জানান, আমি প্রশাসনের কাছে আবেদন করছি বন্ধ করার জন্য, এই ড্রেজার বন্ধ না করলে আমার বাড়ির ব্যাপক ক্ষতির হয়ে যাবে,আমার আর কোন সম্পত্তি নেই। তিনি আরো বলেন, প্রশাসন কিছু দিন আগে এসে বন্ধ করে যান পরবর্তীতে আবার সরকার দলীয় কিছু প্রভাবশালী নেতা প্রশাসনকে ঘুমে রেখে,ডাকাতীয়া নদী থেকে বালি উত্তোলন ও ড্রেজিং সহযোগীতা করছে। পাশে বাড়ি ঘর ভাঙ্গার আশংকা রয়েছে। আমি এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় ও ফরিদগঞ্জ উপজেলা ভুমি অফিসে লিখিত অভিযোগ করেছি। উপজেলার সহকারী কমিশনার ভুমি আজিজ্জুন নাহার জানান আমি ড্রেজারটি কিছু দিন আগে বন্ধ করে দিয়েছি।পরবর্তীতে আবার লাগিয়েছে আমি এই মাত্র জানতে পারলাম। অবৈধ ড্রেজার চালিয়ে বালিউত্তোলন করেৃ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে। এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমরা খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর