বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন

গুপ্তহত্যার চেষ্টা : অল্পের জন্য রক্ষা পেলেন লিবিয়ার প্রধানমন্ত্রী

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৮২ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৫৪ পূর্বাহ্ণ

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুলহামিদ আল-দেইবাহ গুপ্তহত্যার চেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। বৃহস্পতিবার সকালে অস্ত্রধারী আততায়ীরা আল-দেইবাহ’র গাড়ি ঘিরে ফেলে এবং গাড়িতে গুলি করে। পরে তিনি সেখান থেকে কোনোরকমে প্রাণ নিয়ে পালাতে সক্ষম হন। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। লিবিয়ায় সরকারে কর্তৃত্ব বজায় রাখতে ও বাড়াতে রাজনৈতিক পক্ষগুলো যখন মরিয়া, এমন সময় এ গুপ্তহত্যাচেষ্টার খবর পাওয়া গেল।

সূত্রের বরাতে রয়টার্স জানায়, বৃহস্পতিবার সকালে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন প্রধানমন্ত্রী আল-দেইবাহ। এমন সময় হঠাৎ একটি জায়গায় সশস্ত্র আততায়ীরা তাঁর গাড়িতে গুলি করে। তবে, রয়টার্স তাৎক্ষণিক এ ঘটনার কোনো ছবি বা ভিডিও সংগ্রহ করতে পারেনি।

রয়টার্স অবশ্য বলছে, তারা এই হামলার ঘটনার কোনো ছবি বা ভিডিও ফুটেজ পায়নি এমনকি হামলার পরবর্তী অবস্থারও কোনো ছবি বা ফুটেজ তাদের হাতে আসেনি। এছাড়া প্রধানমন্ত্রী আবদুলহামিদ আল-দিবেইবাহকে হত্যাচেষ্টার প্রত্যক্ষদর্শী কোনো ব্যক্তির সাথেও তারা কথা বলতে পারেনি।

এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে দুর্বৃত্তদের হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন লিবিয়ার প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী ফাতি বাশাগা। যদিও সেসময় তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে ন্যাটো নেতৃত্বাধীন অভিযানের পর থেকে লিবিয়ায় অস্থিরতা ও অশান্তি বিরাজ করছে। এদিকে, গত বছরের মার্চে আবদুলহামিদ আল-দেইবাহ জাতিসংঘ সমর্থিত সরকারের (জিএনইউ) প্রধানমন্ত্রী নিযুক্ত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর