শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন

নতুন করে দাম নির্ধারণ হবে এলপিজির

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৮৬ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:২৫ অপরাহ্ণ

চলতি মাসে এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) মূল্য বাড়বে না কমবে, তা জানা যাবে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি)। আগামী এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে এদিন। বাংলাদেশ এনার্জি অ্যান্ড রেগুলেটরি কমিশন (বিইআরসি) সূত্রে এই তথ্য জানা গেছে।

এ বিষয়ে বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল প্রতিষ্ঠান অ্যারামকোর ঘোষিত নতুন বছরের জানুয়ারির জন্য সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিইআরসির নির্দেশনায় এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।

দেশে বছরের শুরুতেই এলপিজি গ্যাসের দাম ৫০ টাকা কমিয়ে ১ হাজার ২২৮ টাকা থেকে ১ হাজার ১৭৮ টাকা করা হয়।

এদিকে প্রতিবেশী দেশ ভারত টানা দ্বিতীয় মাসে এলপিজির দাম কমিয়েছে। দেশটিতে ১৯ কেজির সিলিন্ডারপ্রতি ৯১ দশমিক ৫০ রুপি কমানো হয়েছে। জানুয়ারি মাসে দিল্লিতে এলপিজির দাম ২ হাজার ১০১ রুপি থেকে কমিয়ে ১ হাজার ৯৯৭ রুপি করা হয়। ফেব্রুয়ারিতে তা আরও কমিয়ে ১ হাজার ৯০৭ রুপি করে দেশটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর