শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন

ফরিদগঞ্জে আগুনে কেড়ে নিলো ২ টি বসত ঘর;পৌঁছেনি ফায়ার সার্ভিস

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৬৮ বার পঠিত
আপডেট : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২, ১০:০৪ অপরাহ্ণ

 

 

মামুন হোসাইনঃ

চাঁদপুর ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নীকান্ডে ২টি বসত ঘর পুড়ে চাঁই। ঘটনাটি ঘটেছে ৩১ জানুয়ারী সোমবার রাত ০৮ টায় উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম আবদুল করিম মেম্বার বাড়িতে। ক্ষতিগ্রস্থ্য পরিবার বাড়িতে না থাকায় পাশের ঘরের লোক জন ডাক চিৎকারে আশ পাশের লোকজন এসে পানি ছিটিয়ে দেড় ঘন্টা আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে শরাফত আলির এর ২ টি বসত ঘর পুড়ে চাঁই হয়ে যায়। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিস ষ্ট্রেশনের লোকজন ছুটে আসে নাই ঘটনাস্থলে। ধারণা করা হচ্ছে বিদ্যুতিক শর্ট সাকেট আগুন থেকে আগুনের সুত্রপাত হতে পারে। বাড়ির লোক জন জানান, রাত ৮ টা সময় হঠাৎ দেখি ঘরের ভিতরে আগুন দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা বাড়ি ও এলাকার লোক জন বাহিরে এসে চিৎকার দেই তারপর আশপাশের লোকজন এসে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরই মধ্যে দুইটি ঘর পুড়ে চাই হয়ে যায়, তাজুই ইসলামে ভাই সাহাবউদ্দিন জানান তিল তিল করে বহুকষ্টে সংসার গুঁছিয়েছি আমার ভাই। আমি কোন জিনিস বের করতে পারিনি ঘর থেকে। আগুন আমার ভাইয়ে শেষ সম্বলটি কেঁড়ে নিলো। কি অপরাধ করে ছিলাম আমি। এখন আমার ভাই সন্তানদের নিয়ে কোথায় থাকবে, কি খাবে? তাই মানবিক দিক বিবেচনায় সরকারী ও সমাজের ভিত্তবানদের কাছে সহযোগীতার হাত বাড়িয়ে দেন অসহায় তাজুল ও সরাফত আলি। নবনির্বাচিত চেয়ারম্যান কাউছার আলম কামরুল জানান ঘবে থাকা আসবাব জিনিপত্রসহ প্রায় ১২ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয় এই পরিবার। আগুনের খবর পেয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ হোসেন জানান আমরা খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনা স্থল পরিদর্শন করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর