মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে ইউপি নির্বাচনে নৌকা ৩ বিদ্রোহি ৪ বিএনপি সমর্থিত প্রার্থী ৬

মেঘনার আলো ২৪ ডেস্ক / ৫৪৬ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২, ১২:২২ পূর্বাহ্ণ

 

 

চাঁদপুর ফরিদগঞ্জে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলায় ১৩ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মাত্র ৩ টিতে বিজয়ী হয়েছে। বাকি ১০টিতে স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র বিএনপি সমর্থিত ৬ প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী ৪ বিজয়ী লাভ করে। বুধবার (৫ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচনি কর্মকর্তারা বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে বেসরকারিভাবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, বালিথুবা পশ্চিম বিএনপি সমর্থিত প্রার্থী আনারস মার্কা বিজয়ী জসিম উদ্দিন স্বপন, বালিথুবা পূর্ব আওয়ামীলীগের বিদ্রোহি প্রার্থী আনারশ মার্কায় বিজয়ী হারুন অর রশিদ, সুবিদপুর পুর্ব বিএনপি সমর্থিত প্রার্থী চশমা মার্কায় বিজয়ী মোঃ বেলায়েত হোসেন, সুবিদপুর পশ্চিম বিএনপি সমর্থিত প্রার্থী আনারশ মার্কায় বিজয়ী মোঃ মহসিন হোসেন, গুপ্টি পুর্ব ইউনিয়ন বিএনপি সমর্থিত চশমা মার্কায় বিজয়ী মোঃ শাহাজাহান পাটোওয়ারী, গুপ্টি পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের বিদ্রোহি প্রার্থী আনারশ মার্কায় বিজয়ী মোঃ বুলবুল আহমেদ, পাইকপাড়া উত্তর বিএনপি সমর্থিত প্রার্থী মটর সাইকেল মার্কা বিজয়ী আবু তাহের পাটোওয়ারী, গোবিন্দপুর উত্তর আওয়ামীলীগের বিদ্রোহি চশমা মার্কা বিজয়ী প্রার্থী শাহআলম শেখ,গোবিন্দপুর দক্ষিণ আওয়ামীলীগের নৌকা মার্কায় বিজয়ী প্রার্থী আলাউদ্দিন ভুঁইয়া,চরদুখিঃয়াপুর্ব আওয়ামীলীগের নৌকা মার্কায় বিজয়ী মাহমুদুল হাসান মিরাজ,চরদুখিঃয়া পশ্চিম বিএনপি সমর্থিত আনারশ মার্কায় বিজয়ী প্রার্থী শাহাজাহান মাস্টার, রূপসা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের বিদ্রোহে মটরসাইকেল মার্কায় বিজয়ী প্রার্থী কাউছার আলম কামরুল,রূপসা দক্ষিণ আওয়ামীলীগের নৌকা মার্কায় বিজয়ী প্রার্থী মোঃ শরীফ হোসেন খান বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সকাল ৮টায় কঠোর নিরাপত্তায় ফরিদগঞ্জে পজেলার এই ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপুর্ণ পরিবেশে মোট ১২২ কেন্দ্রে এই ভোটগ্রহণ হয়েছে। নানা শঙ্কা থাকলেও সকাল থেকেই তীব্র শীত, কুয়াশা উপেক্ষা করে কেন্দ্রগুলোতে ভোটাররা উপস্থিত হয়। অন্য নির্বাচনগুলো থেকে এই নির্বাচনে ভোটারের উপস্থিতি অনেক বেশি ছিলো। নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে ছিলো। ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, একটা উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর