শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন

ফরিদগঞ্জে বিচ্ছিন্ন গঠনার মধ্যে দিয়ে ১৩ ইউপি’র নির্বাচন সম্পন্ন

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৮৭ বার পঠিত
আপডেট : বুধবার, ৫ জানুয়ারি, ২০২২, ১০:১১ অপরাহ্ণ

 

মামুন হোসাইন :

চাঁদপুর ফরিদগঞ্জে উৎসব মূখর পরিবেশে উপজেলার ১৩টি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। ৫/৬ টি ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ব্যতিত বড় ধরনের সহিংসতা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়েছে। এর মধ্যে কয়েকটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সরেজমিনে ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভোট কেন্দ্র গুলোতে বিপুল সংখ্যক ভোটার কেন্দ্রে গুলোতে উপস্থিত হয়। এসময় পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি লক্ষনীয়। সকাল থেকে কোন প্রকার বাঁধা ছাড়াই ভোটাররা শান্তিপূর্ণ ভাবে তাদের ভোট প্রয়োগ করে। তবে বেলা ১২টার পর থেকে কয়েকটি কেন্দ্রে চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থী সমর্থিত নেতাকর্মিদের মধ্যে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটে। মদনেরগাঁহ, বালিথুবা,উত্তর চাঁদপুর, ধানুয়া, বিরামপুর, সুবিদপুর, মনতলা ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে ব্যর্থ হয়।

পরিস্থিতি নিয়স্ত্রণে ধানুয়া ও সুবিদপুর কেন্দ্রে পুলিশ ৩ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। এতে কয়েকজন আহত হয়। উত্তর চাঁদপুর কেন্দ্রে দূর্বৃত্তরা দুপুরের দিকে কেন্দ্রে হানা দিয়ে ৬টি ব্যালট পেপারের বহি কেড়ে নেয়। এই সময় তারা কর্তব্যরত পুলিশ ও আনসারকে মারপিট করে। পরে নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট, র‍্যাব ও বিজিবি উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মাহবুবুর রহমান জানান, ছিনিয়ে নেয়া ৬ বহি’র মধ্যে একটি মুড়ি ও ৬৩টি ব্যালটসহ তারা ফিরিয়ে দেয়। এছাড়াও চরদুঃখিয়া পুর্ব ইউনিয়নে কয়েকটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এই উপজেলার ১৩ টি ইউনিয়নের নারী পুরুষ মিলে মোট ২ লাখ ৭১ হাজার ৪১৪ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ১ লাখ ৪০ হাজার ৯৭৩ জন ও মহিলা ভোটার ১ লাখ ৭০ হাজার ৪৪১ জন। পুরো নির্বাচন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এবং পুলিশ সুপার মিলন মাহমুদ (পিপিএম বার) সার্বক্ষনিক দায়িত্বে থেকে আইন শৃঙ্খলার বিষয়টি তদারকি করেন। নিবার্চনে উপজেলা জুড়ে ছিল বিজিবি, র‍্যাব, পুলিশ, ব্যাটলিয়ান পুলিশ ও আনসার-ভিডিপি’র নিরাপত্তা বাহিনী সার্বক্ষনিক তৎপর ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর