শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন

৩৮ চেয়ারম্যান প্রার্থীসহ ৯১ জনের মনোনয়ন পত্র প্রত্যাহার কচুয়ায় বিনা প্রতিদ্বন্দীতায় ৯নং কড়ইয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম সওদাগর চেয়ারম্যান নির্বাচিত

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৭২ বার পঠিত
আপডেট : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ৮:২৯ অপরাহ্ণ

আহসান হাবীব সুমন

আগামী ৫ জানুয়ারি ২০২২ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন। রবিবার (১৯ ডিসেম্বর) ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। এ দিনে চেয়ারম্যান পদে ৩৮ জন, সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে ৫ জন ও সাধারণ সদস্য পদে ৪৮ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। বিনা প্রতিদ্বন্দীতায় ৯নং কড়ইয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম সওদাগর ও ১নং সাচার ইউনিয়নের (৭,৮ ও ৯) নং ওয়ার্ডে সংরক্ষিত ৩নং আসনে মহিলা সদস্য পদে আফিয়া খাতুন নির্বাচিত হতে যাচ্ছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১শ’৭ জন মনোনয়ন পত্র দাখিল করে। তন্মধ্যে যাচাই বাচাই শেষে ২ জনের মনোনয়নপত্র বাতিল হয় এবং আজ ৩৮জন প্রত্যাহার করলে ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৬জন প্রার্থী।
এছাড়া সংরক্ষিত আসনে ১শ ২৬ জন মনোনয়নপত্র দাখিল করে সকলেই বৈধতা পান। তন্মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৫জন প্রার্থী তাদের মনোনয়পত্র প্রত্যাহার করায় সর্বশেষ ১শ ২০ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন এবং সাধারণ সদস্য পদে ৫শ ৬৮জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করলে যাচাই বাচাই শেষে ৫শ ৬৭ জন বৈধ হন। তন্মধ্যে প্রত্যাহারের শেষ দিনে ৪৮জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করায় ৫শ ১৯জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবে।

 

 

 

 

ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে বক্তব্য রাখছেন কচুয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট হেলাল উদ্দিন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর