শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:১৯ অপরাহ্ন

সোয়া ১১ কোটি ডোজ টিকা দেয়া সম্পন্ন

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৭২ বার পঠিত
আপডেট : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ৪:৫৯ অপরাহ্ণ

সারাদেশে বুধবার ১৫ ডিসেম্বর ৯ লাখ ৩৩ হাজার ৮১৬ ডোজ করোনা প্রতিরোধী টিকা দেয়া হয়েছে। এদের মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৬৬ হাজার ৭৮৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ২৮ জনকে।

বুধবার ১৫ ডিসেম্বর স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

অধিদফতর জানায়,এখন পর্যন্ত প্রথম ডোজ দেয়া হয়েছে ৬ কোটি ৭৮ লাখ ৩৬ হাজার ৮৩৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৭২৩ জন। সবমিলিয়ে ১১ কোটি ২৫ লাখ ৬৬ হাজার ৫৬০ ডোজ টিকা দেয়া হয়েছে।

১ লাখ ২৫ হাজার ৮০১ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেয়া হয়েছে এবং ৭ হাজার ৬০২ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।

এখন পর্যন্ত ১৭ লাখ ১৪ হাজার ৬৮৭ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ২ লাখ ৭৭ হাজার ৯০৬ জন। গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দু’শিক্ষার্থীকে টিকা দেয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর