শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:০৬ অপরাহ্ন

ডাকাতিয়া নদীর পাড়ে দৃষ্টিনন্দন ওয়ার্কওয়ে হবে আমাদের আগ্রামী প্রজন্মের জন্য উপহার স্বরুপ …………………মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উওম এমপি

মেঘনার আলো ২৪ ডেস্ক / ২৩৪ বার পঠিত
আপডেট : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১, ৮:৪৬ অপরাহ্ণ

 

 

 

নোমান হোসেন আখন্দ:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া ব্রীজ হতে চিকুটিয়া ব্রীজ পর্যন্ত ডাকাতিয়া নদীর উওর পাড়ে বহুল প্রতিক্ষিত ওয়াকওয়ে নির্মান কাজের ভিওিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৪ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় সুচীপাড়া ব্্রীজ সংলগ্ন ওয়াকওয়ে নির্মিতব্য স্থানে প্রধান অতিথি হিসেবে এ প্রকল্পের ভিওিপ্রস্তর স্থাপন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উওম এমপি। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ডাকাতিয়া নদীর পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে হবে আমাদের আগ্রামী প্রজন্মের জন্য উপহার স্বরুপ। আপনারা যারা এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তারা সবাই ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবেন। সারাদেশ থেকে এ ওয়াকওয়ে দেখার জন্য দর্শনার্থীরা ভীড় করবে। প্ল্যাান ডিজাইন দেখে মনে হয়েছে, ওয়াকওয়েতে এখুনি একটু হেটে আসি। ওয়াকওয়ে নির্মিত হলে এ এলাকার চিএ পাল্টে যাবে, পর্যটন এলাকা গড়ে উঠবে। বেঁচে থাকলে সুযোগ পেলেই ওয়াকওয়েতে একট ঘুরে যাবো। ডাকাতিয়া নদীর আশপাশে যেন অনিয়মের মাধ্যমে কিছু তৈরী না হয়, সেদিকে নজর রাখতে হবে। ডাকাতিয়া নদীকে বাঁচাতে হবে, মানুষকে ও বাচাঁতে হবে। তিনি আরো বলেন, আপনাদের চেহারা দেখলে আমি উজ্জীবিত হই, সকল ক্রান্তি অলসতা দূর হয়ে যায়, নিজেকে নতুন রুপে ফিরে পাই। আমরা যা কিছু করছি, আমাদের আগ্রামী প্রজন্মের জন্য তাদেরকে তা বহন করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক আবদুল্লাহ আল মামুন ও উপজেলা যুবলীগের আহবায়ক আহসান মজ্ঞুরুল ইসলাম জুয়েলের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিআইডবিøউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেপালী, পৌর মেয়র হাজী আবদুল লতিফ, সহকারী পুলিশ সুপার কচুঁয়া সার্কেল আবুল কালাম চৌধুরী, বিআইডবিøউটিএ পরিচালক মো: রফিকুল ইসলাম তালুকদার, মুক্তিযোদ্ধা আবুল হোসেন পাটোয়ারী । সভায় আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইলিয়াছ মিন্টু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেএী জাহানারা ইমাম, পৌর আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক আবদুল মান্নান বেপারী, উপজেলা ছাএলীগ সভাপতি ইমদাদুল হক মিলন প্রমুখ। সভায় উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ,যুবলীগ , ছাএলীগ, পৌর কাউন্সিলর গন,সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর