শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:০৭ অপরাহ্ন

শাহরাস্তিতে স্বাস্থ্য ক্যাডারে উওীর্ন ২০ জন ডাক্তারকে সন্মাননা দিলেন মেজর রফিক

মেঘনার আলো ২৪ ডেস্ক / ২৭৬ বার পঠিত
আপডেট : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১, ১২:০৪ পূর্বাহ্ণ

নোমান হোসেন আখন্দ:

৪২ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উওীর্ন চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগজ্ঞ উপজেলার ২০ জন ডাক্তাকে সংবর্ধনা ও সন্মাননা স্বারক প্রদান করেছেন সাবেক স্ব-রাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার,শাহরাস্তি- হাজীগজ্ঞ (চাঁদপুর- ৫) সংসদ সদস্য, মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উওম। ৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১ টায় সংসদ সদস্যের বাসভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিত স্বাস্থ্য ক্যাডার হচ্ছেন: নুসরাত জাহান নিরা, পিতা: নুরুল হুদা, গ্রাম: দশনাপাড়া, শাহরাস্তি, আল মুক্তাদির ফয়সাল, পিতা: আ.ন.ম. কামরুজ্জামান, সাং সাহাপুর, শাহরাস্তি, একেএম রাশেদুল করিম বাপ্পি, পিতা: ইসমাইল মিয়া, গ্রাম: কাজির কামতা , শাহরাস্তি,তাসনুভা মরিয়ম, পিতা: মোতালেব, সাং সূচীপাড়া, শাহরাস্তি, মারিয়া আহম্মেদ, পিতা: খাজা আহম্মেদ, সাং প্রসন্নপুর, শাহরাস্তি, সৈয়দ তাবারুকুজ্জামান (তামিম) পিতা: সৈয়দ মো: তৌহিদুজ্জামান মিয়া, সাং উনকিলা, শাহরাস্তি, মো: আফতাবুল আলম হীরু, পিতা: আউয়াল, সাং নিজমেহার, মো: জামাল হোসেন, পিতা: মো: শামসুল আলম, সাংভিসারা, শাহরাস্তি, মো: সাদ্দাম হোসেন, পিতা: সিরাজুল ইসলাম, সাং কান্দিরপাড়, শাহরাস্তি, মো: রোকনুজ্জামান রনি, পিতা: মো: আলী আক্কাছ, সাং কুলশী,শাহরাস্তি,মো: ফারুক হোসেন, পিতা: মো: শহিদ উল্ল্যাহ, সাং সেনগাঁও,সো: দিলরুবা খানম, পিতা: মো: ফাখরুল ইসলাম, সাং সূচীপাড়া,শাহরাস্তি, মো: আবদুল্লাহ আল মামুন, পিতা: মো: করিম উল্ল্যাহ দেওয়ান, সাং চেড়িয়ারা,শাহরাস্তি, মো: নুরুন নবী জুয়েল, পিতা: মো: আব্দুর রশীদ, সাং বদরপুর টোরাগড়, ফাহিম রায়হান শুভ, পিতা: সিরাজউদ-দৌলা, সাং চতন্তর, হাজীগজ্ঞ, শান্তা সাহা, পিতা: পিতা: নারায়ন চন্দ্র সাহা, সাং রামচন্দ্রপুর,হাজীগজ্ঞ,মাগফেরাতুন্নেছা উর্মি, পিতা: আবু জাফর মজুমদার, সাং মকিমাবাদ,হাজীগজ্ঞ, মাহাদীয়ে বাশার, পিতা: মো: আবুল বাশার, সাং রাজাপুর,হাজীগজ্ঞ, রাজিব কুমার সাহা অন্তু, পিতা: উওম কুমার সাহা, সাং বলাখাল,হাজীগজ্ঞ, ও সুমাইয়া বিনতে কবির হিমা, পিতা: কবির হোসেন, সাং দক্ষিন বাজার কাপড়িয়া পট্রি,হাজীগজ্ঞ। সংবর্ধিত স্বাস্থ্য ক্যাডারদের সন্মাননা স্বারক, ও ফুল দিয়ে বরন করে নেন মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তী, সংসদ সদস্য মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উওম। সভায় আরো উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেপালী, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, হাজীগজ্ঞ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, শাহরাস্তি পৌর মেয়র হাজী আবদুল লতিফ, সহকারী পুলিশ সুপার কচুঁয়া সার্কেল আবুল কালাম চৌধুরী, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো: আবদুল মান্নান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড.এম আনোয়ার, উপজেলা যুবলীগ আহবায়ক আহসান মজ্ঞুরুল ইসলাম জুয়েল প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর