শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:৫১ অপরাহ্ন

নারায়ণপুর ডিগ্রি কলেজে শেখ রাসেল দেয়ালিকা’র উদ্বোধন

মেঘনার আলো ২৪ ডেস্ক / ২৫৬ বার পঠিত
আপডেট : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ৬:৪১ অপরাহ্ণ

 

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্ম দিবস উপলক্ষে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন করা হয়েছে।

গত ৩০ অক্টোবর সকাল ১১ টায় কলেজের একাডেমিক ভবনের নিচতলায় শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন করা হয়। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন দেয়ালিকার উদ্বোধন করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস মো. শাহেদ খালেদ প্রধান শামসু, মো. আবু সায়েম মাস্টার, মো. মানিক সরকার, মো. রাসেল প্রধান, মো. গোলাম রাব্বানী, মো. ইসমাইল হোসেন প্রধান।
অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু তনয় শেখ রাসেল বঙ্গবন্ধু পরিবারের একটি অংকুরিত ফুল ছিল। যা প্রস্ফুটিত হওয়ার আগেই ঘাতকদের গুলিতে ঝরে যায়। তিনি ছাত্র-ছাত্রীদের শেখ রাসেলের ত্যাগকে জীবন গঠনের প্রেরণা হিসেবে কাজে লাগানোর আহ্বান জানান।

উল্লেখ্য শেখ রাসেল দেয়ালিকাটি নারায়ণপুর ডিগ্রি কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের নিজস্ব রচনাবলী দ্বারা সাজনো হয়।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দেয়ালিকা কমিটির আহ্বায়ক ড. আফম সাইফুর রহমান ভূঁইয়া, সদস্য বিজন কুমার সরকার, মুহাম্মদ আরিফ বিল্লাহ, কুলসুম আক্তারসহ শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর