শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন

তৃতীয় ধাপে মতলব উত্তর ও দক্ষিণে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে মনোনয়ন পেলেন যারা

মেঘনার আলো ২৪ ডেস্ক / ২৩৯ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১, ৬:৩৬ অপরাহ্ণ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপে আওয়ামী লীগে চেয়ারম্যান পদে চাঁদপুরে মতলব উত্তর ও দক্ষিণের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষনা করা হয়েছে।আজ দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস থেকে এ ঘোষণা দেওয়া হয়।

মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদে বতর্মান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম শরীফ উল‍্যা সরকারকে আবারও দলীয় মনোনয়ন দেওয়া হয়।

বাগানবাড়ী ইউনিয়নে বতর্মান চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. নান্নু মিয়াকে পুনরায় দলীয় চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়। সাদুল‍্যাপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান লোকমান আহমদকে পূনরায় দলীয় চেয়ারম্যান মনোনয়ন দেওয়া হয়। দূর্গাপুর ইউপিতে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদকের ভাই মোকাররম হোসেন খানকে দলীয় চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়। কলাকান্দা ইউপিতে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম কাদির কে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়া হয়।

মোহনপুর ইউপিতে বতর্মান চেয়ারম্যান সামছুল হক চৌধুরীকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়া হয়। মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ জসীম উদ্দিন কে দলীয় চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়।

উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মনোয়ারুল ইসলামকে জহিরাবাদ ইউপিতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়া হয়। ফতেহপুর পূর্ব ইউপিতে বতর্মান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন চৌধুরীকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়া হয়।

ফতেহপুর পশ্চিম ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও এমপির ভাই নুর মোহাম্মদ কে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়া হয়।ফরাজীকান্দি ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মোহাম্মদ রেজাউল করীম কে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়া হয়। উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক মো. শাখাওয়াত হোসেন মুকুলকে ইসলামাবাদ ইউপিতে দলীয় মনোনয়ন দেওয়া হয়।

সুলতানাবাদ ইউপিতে বতর্মান চেয়ারম্যান হাবিবা ইসলাম সিফাত কে দলীয় মনোনয়ন দেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহীদ উল্লাকে গজরা ইউপিতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়া হয়।

মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাও উত্তর ইউপিতে বতর্মান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মিজানুর রহমানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। নায়েরগাও দক্ষিণে বতর্মান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস ছালাম মৃধাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।

উপাদি উত্তর ইউপিতে বতর্মান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. শহীদ উল‍্যাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। উপাদি দক্ষিণে বতর্মান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম মোস্তফাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর