শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন

শাহরাস্তির সুচীপাড়া উওর ইউনিয়ন আনসার ও ভিডিপি দলপতি মনোয়ার হোসেন মানুষের কল্যানে  কাজ করছেন 

মেঘনার আলো ২৪ ডেস্ক / ৩৩৩ বার পঠিত
আপডেট : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১, ১০:৫৯ অপরাহ্ণ

নোমান হোসেন আখন্দ:

শান্তি,শৃংখলা, উন্নয়ন ও নিরাপওায় প্রশাসনের সহযোগী হিসেবে জনগনের কল্যানে নিবেদিত হয়ে কাজ করে চলেছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুচীপাড়া উওর ইউপি আনসার ও ভিডিপি দলপতি মো: মনোয়ার হোসেন। যিনি প্রতিনিয়ত চষে বেড়ান সুচীপাড়া উওর ইউনিয়নের প্রত্যন্ত জনপদ। খোজ-খবর নেন জনগনের সুবিধা- অসুবিধা , কাজ দেখলে নেমে পড়েন তাদের সাথে। সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগনের মাঝে প্রচার ও সচেতনতায় জনগনকে উদ্বুদ্ধ করে চলেছেন। জানা যায়, ২০২০-২০২১ অর্থ বৎসরে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক শাহরাস্তি শাখা হতে ২ লক্ষ টাকা নিয়ে তার নিজ গ্রামে ১৮২ শতকের ২টি মিনি পুকুর, ও ১৯০ শতাংশের ২টি জলাশয় ৩ বৎসরের জন্য লীজ নিয়ে উন্নত জাতের মাছ চাষ করে আসছেন। মৎস্য খামারগুলো উপজেলা চেয়ারম্যান, সুচীপাড়া উওর ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা মৎস্য কর্মকর্তা ও ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন ও মাছ চাষে উদ্বুদ্ধকরন বিষয়ে পরামর্শ প্রদান করেন। তিনি আনসার ভিডিপি ব্যাংকের খেলাপী আদায়ে সহযোগিতা, বিভাগীয় প্রশিক্ষনে লোক প্রেরন, ভিডিপি মৌলিক প্রশিক্ষনে ২০২০-২০২১ অর্থ বৎসরে ১ম,২য়, ও ৩য় ধাপে ১২ জন লোক প্রেরন করেন। মেহের দক্ষিন ইউপির উপ-নির্বাচনে ২টি গ্রুপ প্রদান করেন। করোনা ভাইরাস কোভিড-১৯ সচেতনতায় সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে হাটবাজার, ত্রান বিতরন, কোভিড আক্রান্তদের হাসপাতালে আনা- নেওয়া, দাফন- কাফন, থানা প্রশাসন ও পুলিশের সহযোগী হিসেবে কাজ করেন। তিনি বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক, সন্ত্রাসবাদ,ও গুজব প্রতিরোধে পুলিশ বাহিনীকে সার্বিক সহযেগিতা করে আসছেন। ইউপি দলপতি মো: মনোয়ার হোসেন জানান, সকলের সহযোগিতা থাকায় নিবেদিত হয়ে মানবিক হ্নদয়ে মানুষের কল্যানে কাজ করে যেতে চাই । মানুষের জন্য কাজ করতে পারলে, বেশী আনন্দ লাগে। যতদিন বেচেঁ থাকব মানুষের জন্য কাজ করে যেতে চাই, সেজন্য সবার আন্তরিক সহযোগিতা চাই। সে সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় সংসদ সদস্য মহোদয়ের প্রতি,জেলা প্রশাসক চাঁদপুর, পুলিশ সুপার চাঁদপুর,জেলা কমান্ড্যান্ট চাঁদপুর, শাহরাস্তি উপজেলা আনসার ভিডিপি কার্যালয় শাহরাস্তি, উপজেলা আনসার কমান্ডার , উপজেলার সকল গণমাধ্যম নেতৃবৃন্দ ও উপজেলার সর্বস্তরের জনগণকে। উল্লেখ্য,ইউনিয়ন দলপতি মনোয়ার হোসেনের গ্রামের বাড়ী সুচীপাড়া উওর ইউনিয়নের হাড়াইর পাড়া গ্রামে, তার পিতার নাম হাসান পাটোয়ারী, ও মাতার নাম মজ্ঞুমা বেগম ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর