অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পূর্ণ্য করে মডেল ইউনিয়নে রুপান্তরের প্রত্যয়—চেয়ারম্যান প্রার্থী মো. জহিরুল ইসলাম ভূঁইয়া
মেঘনার আলো ২৪ ডেস্ক
/ ৫০৭
বার পঠিত
আপডেট :
বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১, ৭:২৪ অপরাহ্ণ
ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর ফরিদগঞ্জের গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. জহিরুল ইসলাম ভূঁইয়া। বিগত জোট সরকারের আমলে মামলা-হামলার স্বীকার ত্যাগী এ আওয়ামী লীগ নেতা। দলীয় মনোনয়ন পেলে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বর্তমান সরকারের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পূর্ণ করে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করতে চান। তিনি বলেন সরকারের অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড এই ইউনিয়নে সম্পূর্ণ হয়েছে। আমি উপজেলা চেয়ারম্যানের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাঁচা রাস্তা সংস্কার, রাস্তার গাইড ওয়াল নির্মাণ, মসজিদ-মাদ্রাসা ও স্কুলের উন্নয়ন মূলক কাজে অবদান রেখেছি। ইউনিয়নের বিভিন্ন স্থানে ১৭ টি গভীর নলকূপ স্থাপন করেছি। গরীব দুস্থ অসহায় ভাতা ভোগীদের মাঝে সু-সম ভাতার কার্ড বন্টন করেছি। আমি আসন্ন ইউপি নির্বাচনে জনগনের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে এই ইউনিয়নে অসম্পূর্ণ কাঁচা রাস্তাঘাট,ব্রীজ,কালভার্ট, মসজিদ মাদ্রাসাও শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক ও ধর্মীয় উন্নয়ন মূলক কাজে ভূমিকা রাখবো। পাশাপাশি মাদক, সন্ত্রাস,চাঁদাবাজি ও দূর্নিতীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। এক প্রশ্নের জবাবে ইউনিয়ের ত্যাগী এ আওয়ামী লীগ নেতা বলেন, দল যথাযত মূল্যায়নের মাধ্যমে আমাকে এই ইউনিয়নে নৌকা প্রতিকে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে মনোনয়ন দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।