শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন

নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার জাতীয় ‍দিবসে ছয় দিনের কর্মসূচী

মেঘনার আলো ২৪ ডেস্ক / ৩০১ বার পঠিত
আপডেট : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৪ পূর্বাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি

নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখা কর্তৃক অক্টোবর মাসে ৬ দিনের ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস কে সামনে রেখে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে ১ অক্টোবর বিকাল ৪টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন যানবাহন মালিকদের সাথে আলোচনা সভা, ৯ অক্টোবর সকাল ১১ টায় বাসস্ট্যান্ড ও ডিসি অফিসের সামনে পথসভা, মাক্স বিতরণ এবং ডিভাইডার স্থাপন, ১৫ অক্টোবর বিকাল চারটায় বিভিন্ন যানবাহন চালকদের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রশিক্ষণ। এ প্রশিক্ষণে জুম অ্যাপস এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বক্তব্য রাখবেন। ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস জেলা প্রশাসনের সাথে উদযাপন । তাছাড়া ওই দিন শহরের চিশতিয়া জামে মসজিদে বাদ আছর জাহানারা কাঞ্চনের জন্য দোয়া ও সন্ধ্যায় বাসস্ট্যান্ড এলাকায় নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন জুম অ্যাপস এর মাধ্যমে পথসভায় বক্তব্য প্রদান করবেন । ২৩ অক্টোবর চাঁদপুর মিশনরোডস্থ ডেফোডিল স্কুলে ছাত্র ছাত্রীদের সাথে সকাল ১১টায় সচেতনতামূলক আলোচনা, ৩১ অক্টোবর ৪.০০ টায় চাঁদপুর প্রেসক্লাবে প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে সেমিনার । গতকাল ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নিরাপদ সড়ক চাই এর সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল এর সঞ্চালনায় এক প্রস্তুতি মূলক আলোচনা সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি এমএ লতিফ, সহ সভাপতি মো.  শওকত করিম, যুগ্ম সম্পাদক শাহ আলম , যুগ্ম সম্পাদক মোসাদ্দেক আল আকিব, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ মুসলিম নিয়াজী, সাংস্কৃতিক সম্পাদক আলী শেখ, ক্রীড়া সম্পাদক ফরহাদ আলম, যুব বিষয়ক সম্পাদক এম আই দিদার, ,প্রকাশনা সম্পাদক আব্দুল খালেক, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম আকাশ,সদস্য যথাক্রমে আবুল কালাম আজাদ, শরিফুল ইসলাম , মতিন তফাদার ভূট্টো, কামরুল ইসলাম পাটোয়ারী , রিপন, আলমগীর, লিটন,রুবেল প্রমুখ। তাছাড়া কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। সভায় অক্টোবর মাসের কর্মসূচিগুলোতে সকল সদস্যদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর