রবিবার, ০৫ মে ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন

করোনা আক্রান্ত হয়ে ব্রাজিল ম্যাচে অনিশ্চিত আর্জেন্টাইন ফুটবলার

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৯০ বার পঠিত
আপডেট : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১, ৮:৫৫ পূর্বাহ্ণ

আর্জেন্টিনার কোপাজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। দিন দিন ভরসা হয়ে উঠছেন আর্জেন্টিনা ফুটবল দলের। এবার নিকোলাস গঞ্জালেস আক্রান্ত হলেন করোনায়। নিজের ক্লাব ফিওরেন্তিনার হয়ে খেলতে এখন ইতালিতে আছেন তিনি।

সেখানেই আক্রান্ত হয়েছেন করোনায়। নিয়মিত পরীক্ষায় অংশ নিয়েই করোনা ধরা পড়ে তার। তবে তার মধ্যে কোনো উপসর্গ ছিল না বলে জানা গেছে। এমনকি স্বাভাবিকভাবেই অনুশীলনও করেছিলেন গঞ্জালেস।

এর আগে সিরি আর ম্যাচে রোববার ফিওরেন্তিনা কাগলিয়ারির বিপক্ষে ৩-০ গোলে জয় পায়, ওই ম্যাচে গোল করেছিলেন তিনি। আর্জেন্টিনার হয়ে জাতীয় দলে নিয়মিতই খেলেন তিনি।

আর ১৩ দিন পরই আন্তর্জাতিক বিরতি। রয়েছে কলম্বিয়া ও ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচগুলো নিয়ে লিওনেল স্ক্যালোনির পরিকল্পনায়ও ছিলেন তিনি। তবে এখন তার অংশ নেওয়া অনিশ্চিত হয়ে গেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর