রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন

দীপু মনি: স্কুল পরিদর্শনে গিয়ে ইউনিফর্ম ও ফি আদায় নিয়ে শিক্ষামন্ত্রী যা বললেন

মেঘনার আলো ২৪ ডেস্ক / ২৪৭ বার পঠিত
আপডেট : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩৬ অপরাহ্ণ

ইউনিফর্ম এবং ফি আদায়ের ক্ষেত্রে স্কুলগুলোকে কড়াকড়ি না করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

দেড় বছর পর বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে রবিবার সকালে দীপু মনি ঢাকার বিভিন্ন স্কুল পরিদর্শন করেন।

আজিমপুর গার্লস স্কুল ও কলেজ পরিদর্শন শেষে একটি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

তিনি বলেন, করোনা সংক্রমণ যদি আবারো বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয় তাহলে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে না রেখে আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার বিকল্প হাতে রয়েছে।

এর আগে স্কুল খোলার ঘোষণা দেয়ার সময় বেশ কিছু শর্ত জুড়ে দেয়া হয়েছিল।

শিক্ষামন্ত্রী বলেন, স্কুল-কলেজ খোলার কারণে সব শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে।

তবে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি এবং সরকারি শর্ত মানা হচ্ছে কিনা তা নজরদারিতে আনতে কর্তৃপক্ষ আকস্মিক পরিদর্শনে যাবে বলেও জানান তিনি। এছাড়া যেসব বিষয়ে তিনি তথ্য দেন সেগুলো হচ্ছে-

ইউনিফর্ম নিয়ে কড়াকড়ি নয়

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে শুধু করোনা নয় বরং তার সাথে ডেঙ্গুরও মৌসুম চলছে। শিক্ষার্থীরা স্কুলে আসার সময় এডিস মশা বেশি কামড়ায়।

সে কারণে শিক্ষার্থীদের পুরো হাতা জামা, ফুল প্যান্ট-পাজামা পরে আসার পরামর্শ দেয়া হয়েছে। এ বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর