বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন

ট্রাফিক ব্যবস্থাপনা আরো আধুনিক করতে ট্রাফিক-তেজগাঁও বিভাগে সমন্বয় সভা অনুষ্ঠিত

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৮ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ১১:৩৬ পূর্বাহ্ণ

ভিভিআইপি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের যাতায়াত নির্বিঘ্ন করার পাশাপাশি প্রতিনিয়ত সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে মহানগরবাসীকে সেবা প্রদান করে আসছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-তেজগাঁও বিভাগ। ট্রাফিক ব্যবস্থাপনা আরো আধুনিক ও সময়োপযোগী ব্যবস্থাপনা নিশ্চিত করতে ট্রাফিক-তেজগাঁও বিভাগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ মে) ট্রাফিক-তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার সাহেদ আল মাসুদের সভাপতিত্বে সমন্বয় সভায় গুরুত্বপূর্ণ অংশীজনদের বিভিন্ন মতামত গ্রহণ করা হয় এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় সকলেই সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় ডিটিসিএ, আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় নাক কান গলা ইন্সটিটিউট, রানার গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ট্রাফিক-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়াও সভায় ট্রাফিক-তেজগাঁও, শেরে বাংলানগর ও মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনারগণ এবং সংশ্লিষ্ট টিআইগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর