বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০১:০৪ অপরাহ্ন

ফরিদগঞ্জে চোরের সর্দার কিরণ আটক; আশ্রয় দাতা কারা

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১২৪ বার পঠিত
আপডেট : বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৮:৪৮ অপরাহ্ণ

 

ফরিদগঞ্জ প্রতিনিধি:

দ্বীর্ঘদিন যাবৎ ফরিদগঞ্জে চুরি ঘঠনা বেড়েই চলছে, ফরিদগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে ১৫ মার্চ বুধবার হামচাপুর পাটোওযারী বাড়ির চোরের সর্দার কিরণ কে আটক করে।জানা যায় গত জানুয়ারি মাসে ৫ নং গুপ্টি ইউনিয়ন দত্রা গ্রামের মিলন ভুইয়ার বসতঘরে চুরি হয়।এবং ৭ জানুয়ারি মিলন ভুঁইয়া বাদী হয়ে থানায় অভিযোগ করে , পুলিশ বিভিন্ন সময় অভিযান কালে পালিয়ে গেলেও গতকাল বুধবার ফরিদগঞ্জ থানার এস আই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে, পেনাল কোড এ চাঁদপুর আদালতে ৩৭৯/৪৫৭ ধারায় চুরির মামলায় জেল হাজতে প্রেরন করে।

 

অপরদিক এলাকায় খোঁজ নিয়ে জানা যায় এলাকার ক্ষমতাবান ব্যক্তির প্রশ্রয় সে চোরের সর্দার হয়, তার কারণে সে নিজে সঙ্গে থেকে নিজ এলাকা হতে বিভিন্ন এলাকায় চুরি করে,তার বিরুদ্ধে পুর্বেও চুরির মামলা ও ইয়াবাসহ আটক হয়,থানা পুলিশ আটক করলেও আশ্রয়দাতারা তাকে ছাড়ার ব্যবস্হা করে, এলাকার কয়েকজন ব্যক্তি জানান কেউ চোর হয় জম্মায় না, তারা যখন ক্ষমতাবান ব্যক্তির কারণে চোর হয় এবং আমরাতো দেখি এই চোরদের আশ্রয় দাতা সমাজের ক্ষমতাবান ব্যক্তিরা। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মান্নান জানান ফরিদগঞ্জে চুরি বন্ধ করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর