শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন

১১ দলীয় জোটের গনঅবস্থানে ৬৫ জন নেতাকর্মী

মেঘনার আলো ২৪ ডেস্ক / ৬৫ বার পঠিত
আপডেট : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩, ৬:১২ অপরাহ্ণ

১১ দলীয় জোটের গণঅবস্থান কর্মসূচিতে ৬৫ জন নেতাকর্মী অংশ নিয়েছেন। বুধবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর বিজয়নগরে আল রাজী কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ১১ দলীয় জোটের কর্মসূচিতে অংশ নেওয়া ৬৫ জন নেতাকর্মীর মধ্যে ৪০ জন ব্যানার হাতে দাঁড়িয়ে ছিলেন। বাকি ২৫ জনকে ফুটপাতে বসে থাকতে দেখা গেছে। দাঁড়িয়ে থাকাদের মধ্যে তিনজন স্কুল শিক্ষার্থী।

ওই তিন শিক্ষার্থী জানান, তারা সাইফুল নামে এক ব্যক্তির সঙ্গে এখানে এসেছে। তিনি কোন দলের শিক্ষার্থীদের জানা নেই।

১১ দলীয় জোটের কর্মসূচিতে অংশ নেওয়া বিকল্পধারা বাংলাদেশের নেতা অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী জানান, ছোট দলের কর্মসূচিতে লোকজন থাকতে চায় না। শুরুতে শতাধিক লোক থাকলেও পরে অনেকে নয়াপল্টনে বিএনপির কর্মসূচিতে চলে গেছে।

উল্লেখ্য, আগামী নির্বাচনকে সামনে রেখে গত ২৮ ডিসেম্বর ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে বিএনপির সমমনা ১১ দলীয় জোটের আত্মপ্রকাশ হয়। বিএনপির সব দাবি ও কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে তারাও আলাদাভাবে কর্মসূচি পালন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর