বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৭:২২ অপরাহ্ন

চাঁদপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াস

মেঘনার আলো ২৪ ডেস্ক / ৩৭ বার পঠিত
আপডেট : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩, ৮:১৮ অপরাহ্ণ

 

টানা ৪দিন চাঁদপুর জেলার তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পাশাপাশি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শহরে কুয়াশা কম হলেও গ্রামাঞ্চলে রাতের বেলায় ঘনকুয়াশা বেশী থাকে।

রবিবার (৮ জানুয়ারি) দুপুর পর্যন্ত জেলার তাপমাত্রা ছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চত করেন চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষনাগারের কর্মকর্তা শাহ্ মো. শোয়েব।

 

এর আগে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দুইদিন ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।

ঘনকুয়াশার কারণে গত কয়েকদিন চাঁদপুরে নৌযান চলাচলেও বিঘ্ন ঘটছে। বিশেষ করে চাঁদপুর-শরীয়তপুরের নৌ রুটে ফেরি এবং চাঁদপুর-ঢাকা নৌ রুটের যাত্রীবাহী লঞ্চ। একই সাথে তীব্র শীতের কারণে জনজীবনও অনেকটা স্থবির হয়ে পড়েছে।

এদিকে তীব শীতে কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন চরাঞ্চলের এবং মেঘনা উপকূলীয় এলাকার লোকজন। সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। তারপরেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহবান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর