শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন

সেনেগালে ১ লাখ ২০ হাজার কপি কোরআন বিতরণ সৌদি আরবের

মেঘনার আলো ২৪ ডেস্ক / ৬৯ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ৭:১৭ অপরাহ্ণ

সেনেগাল প্রজাতন্ত্রের কাছে ১ লাখ ২০ হাজার কপি কোরআন বিতরণ করেছে সৌদি আরব। সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পবিত্র কোরআন ছাপার দায়িত্বপ্রাপ্ত সংস্থা কিং ফাহাদ কমপ্লেক্সের মাধ্যমে দুই পবিত্র মসজিদের রক্ষক বাদশাহ সালমানের পক্ষ থেকে সেনেগাল প্রজাতন্ত্রের কাছে পবিত্র কোরআনের এই কপিগুলো পাঠিয়েছেন।

সেনেগাল প্রজাতন্ত্রের কাছে বিতরণ করা পবিত্র কোরআনের কপিগুলো বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে উপহার বলে জানানো হয়েছে খবরে।

খবরে বলা হয়, ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ আল-শেখের পক্ষ থেকে পবিত্র কোরআনের কপিগুলো ইসলামী বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. আওয়াদ বিন সাবতি আল-আনজি একটি বিশেষ অনুষ্ঠানে বিতরণ করেন।

বিশেষ অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত সাদ বিন আবদুল্লাহ আল-নাফি ছাড়াও সেনেগালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সেনেগাল প্রজাতন্ত্রের কাছে বিতরণ করা পান্ডুলিপিগুলোর মধ্যে রয়েছে কিং ফাহাদ কমপ্লেক্সের বিভিন্ন আকারের কোরআন ও কোরআনের অনুবাদ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর