বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৫২ অপরাহ্ন

সিনিয়র আইনজীবী ইব্রাহিম খলিল আর বেঁচে নেই

মেঘনার আলো ২৪ ডেস্ক / ৬৭ বার পঠিত
আপডেট : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩, ৯:১৮ অপরাহ্ণ

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইব্রাহিম খলিল আর বেঁচে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হ্নদক্রীয়া বন্ধ হয়ে মারা যান। তার মৃত্যুর খবর দ্রুত আদালত এলাকায় ছড়িয়ে পড়লে আইনজীবীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। রোববার ১ জানুয়ারি তিনি আদালতের কাজ সেরে দুপুরে নিজ এলাকা শহরের শোলঘর স্কুলে বই বিতরণ করতে আদালত থেকে রওনা দেন। স্কুল ও বাড়ির রাস্তাতেই যাওয়ার পথে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। সাথে সাথে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃতবলে ঘোষণা করেন। এডভোকেট ইব্রাহিম খলিল বসবাস করতেন শহরের শোলঘর বিটি রোড এলাকায়। তার নিজ বাড়ি ফরিদগঞ্জ উপজেলার লাড়ুয়া গ্রামে। তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে পাশ করার পর ১৯৮৯ সালের ২০ এপ্রিল চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে যোগদেন। রোববার দুপুর পযর্ন্ত তিনি আইনপেশায় জড়িত ছিলেন। তিনি ষোলঘর নূরানী জামে মসজিদের সভাপতি, ষোলঘর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সভাপতি এবং কমিনিউটি পুলিশিং চাঁদপুর অঞ্চল -এর বিটি রোড মহল্লার সভাপতি ছিলেন।
 মরহুমের প্রথম জানাজা ১ জানুয়ারী রোববার বাদ আসর শোলঘর বিটি রোডস্থ নূরানী জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। প্রথম জানাজা শেষে গ্রামের বাড়ি ফরিদগঞ্জের লাড়ুয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। আজ দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর